Poco Smartphones: পোকো এক্স৬ সিরিজ (Poco X6 Series) ভারতে দ্রুত লঞ্চ হতে চলেছে। পোকো এক্স৬ (Poco X6) এবং পোকো এক্স৬ প্রো (Poco X6 Pro) - এই দুই ফোন লঞ্চ হতে পারে। পোকো সংস্থার তরফে এই দুই ফোনের লঞ্চ সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা করা হলেও নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। তবে লঞ্চের আগে পোকো এক্স৬ সিরিজের এই দুই ফোন সম্পর্কে বেশ কিছু সম্ভাব্য তথ্য প্রকাশ্যে এসেছে। 


কোন কোন রঙে লঞ্চ হতে পারে পোকো এক্স৬ সিরিজের ফোন


শোনা যাচ্ছে, পোকো এক্স৬ প্রো ফোন লঞ্চ হতে পারে কালো, ধূসর এবং হলুদ রঙে। অন্যদিকে পোকো এক্স৬ ফোন লঞ্চ হতে পারে কালো, নীল এবং সাদা রঙে। পোকো এক্স৬ প্রো ফোনের রেয়ার প্যানেলে লিচুর মতো খসখসে একটা এফেক্ট থাকতে পারে (lychee-like faux-leather finish)। অন্যদিকে বেস মডেলের রেয়ার প্যানেলে থাকতে পারে মার্বেল ফিনিশ। 


ফোনের ডিজাইন সম্পর্কে কী আভাস পাওয়া গিয়েছে, কী কী ফিচার এবং স্পেসিফিকেশনই বা থাকতে পারে 


পোকো এক্স৬ ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। এই ফোনে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পোকো এক্স৬ ফোন লঞ্চ হতে পারে রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোনের rebadged version হিসেবে। আর পোকো এক্স৬ প্রো মডেল লঞ্চ হতে পারে রেডমি কে৭০ই ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে। পোকো এক্স৬ সিরিজের ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩০০ আলট্রা প্রসেসর থাকার কথা ঘোষণা করেছে সংস্থা। ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা না গেলেও, অনুমান জানুয়ারি মাসেই পোকো এক্স৬ সিরিজের ফোন ভারতে লঞ্চ হতে পারে। 


পোকো সংস্থার আরও একটি ফোন সম্পর্কেও বেশ কিছু সম্ভাব্য তথ্য প্রকাশ্যে এসেছে


শোনা যাচ্ছে, পোকো এম৬ ৪জি মডেল লঞ্চ হতে পারে রেডমি নোট ১৩ প্রো ৪জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে। পোকো এম৬ ৪জি ফোনে ৬৪ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। কালো, নীল এবং পার্পল শেডে- এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন- কেমন হতে পারে রেডমি নোট ১৩ সিরিজের ফোনের দাম? র‍্যাম এবং স্টোরেজ অপশনই বা কী থাকতে পারে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y