Redmi Smartphones: রেডমি নোট ১৩ সিরিজের (Redmi Note 13 Series) ফোন ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছে। আগামী ৪ জানুয়ারি রেডমি নোট ১৩ সিরিজের ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এই স্মার্টফোন সিরিজের মধ্যে থাকবে রেডমি নোট ১৩ ৫জি (Redmi Note 13 5G), রেডমি নোট ১৩ প্রো ৫জি (Redmi Note 13 Pro 5G) এবং রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি (Redmi Note 13 Pro Plus 5G) - এই তিনটি ফোন। জানা গিয়েছে, রেডমির এই তিন ফোনে ৬.৬৭ ইঞ্চির 1.5K full-HD+ AMOLED স্ক্রিন থাকবে। এছাড়াও থাকবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে রেডমি নোট ১৩ সিরিজের ফোন কেনা যাবে। ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে এই তিনটি ফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। টিপস্টার অভিষেক যাদব ফোনগুলির রঙ, র্যাম এবং স্টোরেজ অপশন সম্পর্কেও আভাস দিয়েছেন। যদিও রেডমি সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।
এখনও পর্যন্ত কী কী জানা গিয়েছে, দেখে নেওয়া যাক একনজরে
শোনা গিয়েছে, রেডমি নোট ১৩ ৫জি ফোন ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২০,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২২,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২৪,৯৯৯ টাকা। প্রিজম গোল্ড, আর্কটিক হোয়াইট এবং Stealth Black- এই তিনটি রঙে লঞ্চ হতে পারে রেডমি নোট ১৩ ৫জি ফোন।
রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২৮,৯৯৯ টাকা। এই ফোনেরই ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৩২,৯৯৯ টাকা। আর্কটিক হোয়াইট, কোরাল পার্পল, মিডনাইট ব্ল্যাক- এই তিন রঙে রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে।
রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি ফোন লঞ্চ হতে পারে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ- এই তিনটি ভ্যারিয়েন্টে। এই তিন মডেলের দাম হতে পারে যথাক্রমে ৩৩,৯৯৯ টাকা, ৩৫,৯৯৯ টাকা এবং ৩৭,৯৯৯ টাকা। ফিউশন হোয়াইট, ফিউশন পার্পল এবং ফিউশন ব্ল্যাক- এই তিন রঙে রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে।
আরও পড়ুন- নতুন বছরের শুরুতেই ইউজারদের জন্য রিয়েলমির উপহার, আসছে নয়া ফোন, কবে লঞ্চ?