Washing Machine: ওয়াশিং মেশিনের নাম শুনলেই সাধারণত আপনার মনে বেশি দাম ও বড় আয়তনের ছবি ঘুরে বেড়াবে। এমনিতেই দাম বেশি হওয়ার কারণে অনেকেই কিনতে পারেন না বড় ওয়াশিং মেশিন। তবে এবার আম আদমির সুবিধার্থে চলে এসেছে ছোট পোর্টেবল ওয়াশিং মেশিন। যা সহজেই ব্যাগে বহন করতে পারবেন আপনি।


Portable Washing Machine: প্রথমবার এই ধরনের খবর দেখলে অবাক হতে পারেন আপনিও। কিন্তু বাস্তবে এই ধরনের মেশিন দেখলে মিটে যাবে সেই শঙ্কা। ১ হাজারেরও কম দামে পাওয়া যাচ্ছে এই মেশিন। যার কাজ দেখে হতবাক হবেন যেকেউ।


Washing Machine: রাউটারের সমান আয়তন


আমরা যে ওয়াশিং মেশিনের কথা বলছি, তার আয়তন একটি ওয়াইফাই রাউটারের সমান। এটি রাখার জন্য একটি বালতি সমান জায়গার প্রয়োজন। এই ওয়াশিং মেশিনটি ভ্রমণপিপাসুদের জন্য খুবই কাজের জিনিস। 


Portable Washing Machine: কীভাবে ব্যবহার করে এই পোর্টেবল মেশিন ?
এই পোর্টেবল ওয়াশিং মেশিন ব্যবহার করার জন্য আপনার একটি বালতি প্রয়োজন। যাতে আধ বালতি জল রাখতে হবে। এই মেশিনে একটি খুবই শক্তিশালী পাখা রয়েছে। মেশিনের নিচ পর্যন্ত যায় একটি সাকশন কাপ। আপনাকে এই মেশিনটিকে বালতির সাথে জুড়ে দিতে হবে। এবার পাওয়ার প্লাগ বিদ্যুতের বোর্ডের সঙ্গে জুড়ে দিন। একবার সুইচ অন করলেই কাজ শুরু করে দেবে ওয়াশিং মেশিন। তবে আকারে ও শক্তিতে বড় মেশিনের তুলনায় কম হওয়ায় এতে কেবল হালকা ও ছোট কাপড় ধুতে পারবেন আপনি।


Portable Washing Machine: দাম কত এই মেশিনের ?
মেশিনের বৈশিষ্ট্যের বিষয়ে শুনে দাম অনেক বেশি মনে হতে পারে। তবে এখন মাত্র 889 টাকায় পাওয়া যাচ্ছে এই পোর্টেবল ওয়াশিং মেশিন। অফলাইন বাজার ছাড়াও আপনি এটি অনলাইন বাজারেও পাবেন। আপনি চাইলে অ্যামাজন বা অন্যান্য শপিং ওয়েবসাইট থেকেও এই মেশিন কিনতে পারেন।