TWS Earbuds: ভারতে লঞ্চ হয়েছে নতুন ইয়ারবাডস (Earbuds)। এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসের (Trie Wireless Stereo Earbuds) দাম ১৫০০ টাকারও কম। সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে Ptron Bassbuds Nyx TWS ইয়ারফোন। Ptron সংস্থার Bassbuds সিরিজের নতুন ইয়ারবাডসে (TWS Earbuds) রয়েছে ১০ মিলিমিটারের ড্রাইভার্স। এই ইয়ারবাডসের সঙ্গে রয়েছে একটি ট্রান্সপারেন্ট ডিজাইনের অর্থাৎ দেখতে স্বচ্ছ এরকম চার্জিং কেস। আর সেখানে সঙ্গে রয়েছে একটি এলইডি ডিসপ্লে, যেখানে ব্যাটারি লেভেল দেখা যাবে। Ptron Bassbuds Nyx ইয়ারবাডসে রয়েছে একটি স্লিক ডুয়াল কালার অর্থাৎ দু'রঙের সংমিশ্রণে তৈরি ডিজাইন। তার সঙ্গে রয়েছে বিশেষ একটি movie node। ভারতে লঞ্চ হওয়া এই নতুন ইয়ারবাডসে রয়েছে ব্লুটুথ ভি৫.১ কানেক্টিভিটির সাপোর্ট। চার্জিং কেস সমেত এই ইয়ারবাডস ৩২ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম দেবে। এই ইয়ারবাডস একটি সোয়েট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। তাই শরীরচর্চা করা বা সাঁতার কাটার সময় এবং বৃষ্টির দিনে রাস্তাঘাটে এই ইয়ারবাডস ব্যবহার করতে পারবেন ইউজাররা।
ভারতে Ptron Bassbuds Nyx TWS ইয়ারবাডসের দাম এবং কোথায় পাওয়া যাবে দেখে নিন
সম্প্রতি দেশে লঞ্চ হওয়া এই নতুন ইয়ারবাডসের দাম ১২৯৯ টাকা। অ্যামাজনের মাধ্যমে কেনা যাবে। বর্তমানে লঞ্চ সেল হিসেবে অ্যামাজনে ৯৯৯ টাকায় এই ইয়ারফোন পাওয়া যাচ্ছে। নির্দিষ্ট সময়ের জন্য বজায় থাকবে এই অফার। কালো এবং সাদা রঙে এই নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন লঞ্চ হয়েছে। আপাতত এক হাজার টাকার মধ্যে ইয়ারবাডস কেনার পরিকল্পনা থাকলে এই ইয়ারফোন দেখতে পারেন।
Ptron Bassbuds Nyx TWS ইয়ারবাডসের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নিন
- এই ইয়ারবাডসে রয়েছে টাচ সেনসিটিভ কন্ট্রোল। অর্থাৎ টাচ বা স্পর্শের মাধ্যমেই এই ইয়ারবাডসের সাহায্যে মিউজিক কন্ট্রোল করা সম্ভব। তার পাশাপাশি ফোনকল ধরা এবং ছাড়াও সম্ভব। এছাড়াও ভলিউম লেভেল বা শব্দের মাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব।
- আধুনিক চিপসেট রয়েছে এই ইয়ারবাডসে। এর সাহায্যে 50ms low latency পাওয়া যাবে, যা সিনেমা দেখার জন্য একদম আদর্শ। একবার চার্জ দিলে চার্জিং কেস সমেত এই ইয়ারবাডসে ৩২ ঘণ্টা পর্যন্ত চার্জ বজায় থাকবে বলে দাবি করেছে সংস্থা। টাইপ- সি ইউএসবি পোর্টের সাহায্যে এই ইয়ারবাডসে চার্জ দেওয়া সম্ভব। একবার পুরো চার্জ দিতে সময় লাগে প্রায় এক ঘণ্টা।
Noise Earbuds: নয়েজের নতুন ইয়ারবাডস (Noise Earbuds) লঞ্চ হয়েছে ভারতে। বর্তমানে ওয়্যারড ইয়ারফোনের পাশাপাশি ক্রমশ জনপ্রিয় হচ্ছে এই ওয়্যারলেস ইয়ারবাডস। এছাড়াও ভারতের বাজারে চল রয়েছে ব্লুটুথ ইয়ারফোনের। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে নয়েড এয়ার বাডস ২ (Noise Air Buds 2)। এই ট্রু ওয়্যারলেস ইয়ারফোনের (TWS Earphone) দাম দেশে ১৭৯৯ টাকা। এক একটি ইয়ারপিসের ওজন ৫ গ্রাম। এখানে রয়েছে ১৩ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স।
আরও পড়ুন- ভারতে হাজির নয়েজের নতুন ইয়ারবাডস, দাম ২০০০ টাকার কম, রয়েছে নজরকাড়া ফিচার