নয়াদিল্লি: রাখিতে বোনের জন্য সেরা উপহার হতে পারে মোবাইল ফোন। জেট গতির যুগে 'টেকফ্রেন্ডলি' বোনকে খুশি করতে এর থেকে ভালো কিছু হতে পারে কি? ১৫,০০০টাকার মধ্যে বোনের জন্য বেছে নিন অত্যাধুনিক ফোন।

দেশের মোবাইল ফোনের বাজার বলছে,(১০-১৫) হাজার টাকার মধ্যে ভালো মোবাইলের প্রতিযোগিতার শেষ নেই।উন্নত মানের ক্যামেরার পাশাপাশি লেটেস্ট প্রসেসর পাওয়া যাচ্ছে এই সেগমেন্টে। সেলফি ক্যামেরার দিক দিয়ে এগিয়ে রয়েছে চিনা কোম্পানিগুলি। সেই কারণে দাম ১৫,০০০ টাকার মধ্যে হলেও সহজ মাসিক কিস্তিতে বোনকে দিতে পারেন সেরা উপহার।

Realme 8 5G  ১৩,৯৯৯টাকায় চমকে দেওয়ার মতো স্পেকস রয়েছে এই ফোনে। এই বাজেটের মধ্যে সবথেকে পাতলা ৫জি ফোন দিচ্ছে রিয়েলমি।৬.৬ ইঞ্চির ডিসপ্লের পাশাপাশি রয়েছে ৯০ হার্টজের রিফ্রেস রেট। সেলফি ক্যামেরা নিয়ে মোট চারটে সেন্সর রয়েছে ফোনে। যার মধ্যে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দিয়েছে কোম্পানি।বাকি সেকেন্ডারি ক্যামেরা রয়েছে ২ মেগার। সেলফির জন্য দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।

Poco M3 Pro 5Gমিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট দেওয়া হয়েছে ফোনে। ৪৮ মেগাপিক্সেলের ত্রিপল ক্যামেরা ছাড়াও ৫০০০এমএএইচের ব্যাটারি রয়েছে এই মডেলে।পাওয়ার ব্ল্যাক, কুল ব্লু ও পোকো ইয়েলো রঙে পাওয়া যাবে এই ৫জি ফোন। ১৩,৯৯৯ টাকা থেকে শুরু হয়েছে ফোনের ৪জিবি ৬৪ জিবি বেস ভ্যারিয়েন্ট।

Xiaomi Redmi Note 10T১৩,৯৯৯ টাকায় ৫জি ফোন দিচ্ছে শাওমি। ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ছাড়াও ডাইমেনসিটি ৭০০ চিপসেট ব্যবহার করা হয়েছে ফোনে।৬.৫ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে নতুন মডেলে। ফ্রেম ড্রপ রুখতে পাওয়া যাবে ৯০ হার্টজের রিফ্রেস রেট।

Samsung Galaxy M32এম সিরিজের পারফরম্যান্সের ছাপ দেখা যায় এই ফোনে। ডিসপ্লে,ক্যামেরা সাধারণত স্যামসাঙের ফোনো ভালো হয়। ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে ছাড়াও ফোনে রয়েছে হাই রিফ্রেস রেট। ফোনে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি।

Realme Narzo 30 (4G)১২,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে রিয়েলমির এই ফুল এইচডি ফোন।৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ছাড়াও ফোনে দেওয়া হয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ ও ম্যাক্রো সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে ১৬ মেগার ক্যামেরা।ফোনে MediaTek Helio G95 চিপসেট ব্যবহার করেছে কোম্পানি।