Mobile Apps: ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন হতে চলেছে। আর এই উদ্বোধনের জন্যেই সারা দেশে ছড়িয়ে পড়েছে বিপুল উত্তেজনা। গোলযোগ এড়াতে সেই জন্য অনলাইনেও পাসের ব্যবস্থা চালু করেছে রাম মন্দির ট্রাস্ট। আর দেশজুড়ে এখন কেবল রামভক্তির বাতাবরণ। এই পরিসরে এমন কিছু কিছু মোবাইল অ্যাপের কথা জেনে নিন যেখানে আপনি রাস্তায় যেতে যেতেই শুনতে পারবেন রামের কাহিনি, রামস্তুতি কিংবা শ্রীরামের (Lord Ram) বিভিন্ন ছবি আপনার মোবাইলে সেট করতেও পারবেন। ভক্তদের চাহিদা মেটাতে এই অ্যাপগুলি অত্যন্ত কার্যকর।


 Lord Shri Ram Theme


ফোনে শ্রীরামের থিম দিয়ে একটা টোটাল মেক ওভার চান ? তাহলে আপনিও এই অ্যাপটি নামিয়ে নিতে পারেন। ডাউনলোড করে ইনস্টল করলেই আপনার ফোনের স্ক্রিন কালো আর হলুদ রঙের ডিজাইনে ভরে উঠবে আর সব কিছু ছাপিয়ে দেখা যাবে ওয়ালপেপারে রামের ছবি।


Ram-Pratistha


ইতিমধ্যেই ৫০ হাজার মানুষ এই অ্যাপটি (Mobile App) ডাউনলোড করে ফেলেছেন। একগুচ্ছ ভাষায় এই অ্যাপটি আপনি অপারেট করতে পারবেন। ভক্তদের জন্য অজস্র রামের মন্ত্র রয়েছে এই অ্যাপে। ভিডিয়ো, অডিয়ো, টেক্সট সবের মধ্যে হনুমান চালিশা, হনুমান কথা ইত্যাদি পেয়ে যাবেন আপনি।


Saregama Bhakti


এ যেন সোনার খনি! কী নেই এই অ্যাপে ? ভজন, মন্ত্র, স্তুতি, ভক্তিগীতি সমস্ত একটি মাত্র ক্লিকেই পেয়ে যাবেন আপনি। রাম, হনুমান, শিব, গণেশ, কৃষ্ণ, সাঁইজি, নির্গুণ প্রমুখদের ভক্তদের জন্য এই অ্যাপে রয়েছে আটটি আলাদা আলাদা চ্যানেল। ভক্তরা চাইলে অডিয়ো কিংবা ভিডিয়ো দুটি ফরম্যাটেই এখানে কনটেন্ট পেয়ে যাবেন। অ্যাপের মধ্যে একটি টিভি পরিষেবাও রয়েছে যেখানে সারাটা দিনই ভজন চলে, আপনার মন যা শুনে শুদ্ধ হয়ে উঠতে পারে।


Little Ram


টেম্পল রান বা সাবওয়ে সার্ফার খেলেছেন তো? একইভাবে রামের থিমে বানানো একটি সুন্দর গেমিং অ্যাপ এই 'লিটল রাম'। রামায়ণের গল্পকে এখানে গেমের রূপ দেওয়া হয়েছে। কখনও মত্ত ষাঁড়, কখনও আবার জ্বলন্ত লাভা সব বাধা পেরিয়ে রামকে বাঁচাতে হবে শানপুরের বাসিন্দাদের। ইতিমধ্যে ৫০ হাজার মানুষ ডাউনলোড করে ফেলেছেন এই অ্যাপ।


Drawing Lord Ram


আপনি কি চান আপনার সন্তানও শিখুক কীভাবে রামায়ণের গল্পগুলোকে নিয়ে ছবি আঁকতে হয়? তাহলে এই অ্যাপটি আপনার সন্তানের জন্য উপযুক্ত। রামমন্দির (Ram Temple) এবং শ্রীরামের ছবি কীভাবে নিখুঁত আঁকতে হয় এই অ্যাপে খুব সহজেই বোঝানো হয়েছে। 


আরও পড়ুন: Samsung Galaxy Smartphone: ভারতে নতুন রূপে আসছে স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি ফোন, দাম কত হবে?