Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি (Samsung Galaxy A14 5G) ফোন ভারতে আসতে চলেছে নতুন রূপে। ২০২৩ সালে অর্থাৎ গতবছর জানুয়ারি মাসে এই ফোন ভারতে লঞ্চ হয়েছিল। এখানে রয়েছে একটি অক্টা-কোর চিপসেট যেটি স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। গতবছর তিনটি র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চ হয়েছিল। স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ বেসড One UI 5- এর সাপোর্ট। এছাড়াও রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। শোনা গিয়েছে, এবার নতুন র‍্যাম ও স্টোরেজ অপশনে ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি ফোন। এবার ভারতে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হতে চলেছে। অফলাইনে এই ফোন কেনা যাবে ১৫,৪৯৯ টাকায়। অনলাইনেও খুব তাড়াতাড়ি বিক্রি শুরু হবে বলে অনুমান। 


এর আগে স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি ফোন লঞ্চ হয়েছিল ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ নিয়ে যার দাম ছিল ১৬,৪৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৮,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ২০,৯৯৯ টাকা। কালো, গাঢ় লাল এবং হাল্কা সবুজ- এই তিন রঙে গতবছর লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি ফোন। 


স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি প্যানেল যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে স্যামসাংয়ের নিজস্ব Exynos 1330 প্রসেসর। এই ফোন পরিচালিত হবে Android 13-based One UI 5- এর সাহায্যে। 

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ৫জি, ৪জি VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি ৫.২, জিপিএস, টাইপ-সি ইউএসবি কানেক্টিভিটি। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। আর রয়েছে ৩.৫ মিলিমিটারে অডিও জ্যাক। 


আরও পড়ুন- ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১২ সিরিজ, কেমন হতে পারে ক্যামেরা ফিচার?