Recurring Deposit: রিজার্ভ ব্যাঙ্ক (RBI)রেপো রেট (Repo Rate)বৃদ্ধি করতেই একে একে সুদের হার বাড়িয়েছে সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলি। স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট ছাড়াও রেকারিং ডিপোজিটেও রেট বাড়িয়েছে অনেক ব্যাঙ্ক।
RD Rates: আপনি যদি FD তে এককালীন টাকা জমার পরিবর্তে প্রতি মাসে অল্প পরিমাণ জমা করে একটি বড় তহবিল তৈরি করতে চান, তবে রেকারিং ডিপোজিট স্কিম একটি দুর্দান্ত বিকল্প হতে পারে।
আপনি যদি রেকারিং ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে চান, তবে এই শীর্ষ ব্যাঙ্কগুলির RD স্কিমে বিনিয়োগ করতে পারবেন। সেই ক্ষেত্রে গ্রাহকদের ৮ শতাংশ পর্যন্ত রিটার্ন দিচ্ছে এই কোম্পানি। জেনে নিন, এইসব ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে আপনাকে।
Bandhan Bank: বন্ধন ব্যাঙ্ক তার সাধারণ গ্রাহকদের জন্য 6 মাস থেকে 10 বছরের RD স্কিমে 4.50 শতাংশ থেকে 7.50 শতাংশ সুদের হার অফার করছে। একই সময়ে ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য 5.25 শতাংশ থেকে 8.00 শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে।
Canara Bank: কানারা ব্যাঙ্ক তার সাধারণ গ্রাহকদের 6 মাস থেকে 10 বছরের FD-তে 5.50 শতাংশ থেকে 7.00 শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে৷ পাশাপাশি ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য 6.00 শতাংশ থেকে 7.50 শতাংশ পর্যন্ত সুদের হার দিচ্ছে।
PNB: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তার সাধারণ গ্রাহকদের জন্য RD স্কিমে 5.50% থেকে 7.00% শতাংশ সুদ দিচ্ছে। সেখানে আরডিকে প্রবীণ নাগরিকদের জন্য 6.00% থেকে 7.50% সুদের হার অফার করছে এই ব্যাঙ্ক৷
Yes Bank ৬০ বছরের কম বয়সী গ্রাহকদের জন্য 5.50% থেকে 7.50% ও প্রবীণ নাগরিকদের জন্য 6.00% থেকে 8.00% সুদের হার অফার করছে।
State Bank: স্টেট ব্যাঙ্ক তার সাধারণ নাগরিকদের জন্য RD-তে 6.25 শতাংশ থেকে 6.75 শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে। পাশাপাশি এটি প্রবীণ নাগরিকদের জন্য 6.75 শতাংশ থেকে 7.25 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।
Repo Rate Increase Again By RBI: গত বছর থেকে শুরু হয়েছে রেপো রেট বৃদ্ধি। ইতিমধ্যেই ৬ বার বৃদ্ধি পেয়েছে রেপো। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ফের একবার রেপো রেট বাড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আর্থিক নীতি নির্ধারণের বৈঠকে সেরকমই সিদ্ধান্ত হতে পারে বলে খবর।
Reserve Bank Of India: ফের বাড়বে রেপো রেট ?
সম্প্রতি ৮ ফেব্রুয়ারি রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে RBI। আগামী মাসগুলিতে এটি আরও বাড়ানো হতে পারে। সহজ কথায়, এখন ব্যাঙ্ক থেকে ঋণের সুদের বোঝা আরও বাড়তে পারে। যার ফলে ভুগতে হতে পারে গৃহঋণ গ্রহীতাদের। যদি আরবিআই থেকে রেপো রেট বাড়ানো হয়, তবে এটি হোম লোনের কিস্তি (EMI) বৃদ্ধির দিকে নিয়ে যাবে। এই মুহূর্তে RBI রেপো রেট ৬.৫ শতাংশ রেখেছে।
৫০ বিপিএস-এর বেশি বাড়বে না
মানি কন্ট্রোল সাইট অনুসারে, আরবিআই 2022 সালের মে থেকে ক্রমাগত সুদের হার বাড়াচ্ছে। এর মূল কারণ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ । চলতি বছরে আগামী মাসগুলিতে, আমরা ২০-৫০ বিপিএস রেপো রেট সামগ্রিক বৃদ্ধি দেখতে পারি৷ অতএব, এটি গত বছরের ২০২২ এর মতো খারাপ হবে না। এই বছরে ছোট কিস্তিতে বাড়তে পারে রেপো রেট। যতবে তা ৫০ বিপিএস অতিক্রম করবে না।
আরও পড়ুন : Nokia New Logo: নতুন লোগোয় ফিরবে পুরনো মান ! ৬০ বছর পর নয়া লোগো নোকিয়ার