Realme 10 Series: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১০ সিরিজ (Realme 10 Series)। এই স্মার্টফোন সিরিজের ফোনগুলি কী কী রঙে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাই প্রকাশ্যে এসেছে আনুষ্ঠানিক লঞ্চের আগে। রিয়েলমি ১০ সিরিজে থাকতে পারে রিয়েলমি ১০ (Realme 10), রিয়েলমি ১০ প্রো (Realme 10 Pro), রিয়েলমি ১০ প্রো প্লাস (Realme 10 Pro Plus)- এই তিনটি ফোন। বলা হচ্ছে, রিয়েলমি ১০ ৪জি ফোন দুটো রঙ এবং দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। অন্যদিকে রিয়েলমি ১০ প্রো ফোনও দুটো রঙ এবং দুটো স্টোরেজ অপশনে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি শোনা গিয়েছে রিয়েলমি ১০ প্রো প্লাস মোডেল ভারতে লঞ্চ হতে পারে তিনটি স্টোরেজ অপশন এবং তিনটি রঙ নিয়ে।
লাভা ব্লেজ ৫জি
ভারতে লঞ্চ হয়েছে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন লাভ ব্লেজ ৫জি। লাভা ইন্টারন্যাশনাল কোম্পানি ভারতের নিজস্ব সংস্থা। তারাই এই ফোন নির্মাণ করেছে। লাভা ব্লেজ ৫জি ফোনে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৯৯৯৯ টাকা। গ্লাস ব্লু এবং গ্লাস গ্রিন রঙে এই ফোন ভারতে লঞ্চ হয়েছে। ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাধ্যমে এই ফোন কেনা যাবে। কবে থেকে ফোনের বিক্রি শুরু হবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি।
রিয়েলমি ১০ সিরিজ
চিনে ১৭ নভেম্বর রিয়েলমি ১০ সিরিজ লঞ্চ হবে বলে জানা গিয়েছে। এই সিরিজের ফোন রিয়েলমি ১০ ৪জি লঞ্চ হতে পারে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, এই দুই ভ্যারিয়েন্টে। Clash White এবং Rush Black এই দুই রঙে রিয়েলমি ১০ ৪জি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। রিয়েলমি ১০ প্রো ফোন লঞ্চ হতে পারে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ, এই দুই ভ্যারিয়েন্টে। HyperSpace এবং Nebula Blue- এই দুই রঙে লঞ্চ হতে পারে রিয়েলমি ১০ প্রো ফোন।
ভিভো ভি২৭ সিরিজ
ভিভো ভি২৫ সিরিজের সাকসেসর হিসেবে ভিভো ভি২৭ সিরিজ লঞ্চ হতে চলেছে বলে অনুমান করা হচ্ছে। এই সিরিজের থাকতে পারে ভিভো ভি২৭ (Vivo V27), ভিভো ভি২৭ প্রো (Vivo V27 Pro) এবং ভিভো ভি২৭ই (Vivo V27e)- এই তিনটি ফোন। ভারতে ভিভোর নতুন স্মার্টফোন সিরিজ কবে লঞ্চ হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো- এই দুই ফোন ভারতে লঞ্চ হতে পারে আগামী বছর ফেব্রুয়ারি মাসে। এর পাশাপাশি শোনা যাচ্ছে ভিভো ভি২৭ই ফোন পরে লঞ্চ হতে পারে। তবে কোনও ফোনের লঞ্চের সঠিক দিনক্ষণ এখনও জানা যায়নি। নতুন জেনারেশনের মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট থাকতে পারে এই ফোনগুলিতে
আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ৫জি ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে দেখে নিন