Realme 11 Pro 5G Series: রিয়েলমি ১১ প্রো ৫জি সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে জুন মাসে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, জুন মাসের দ্বিতীয় সপ্তাহে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১১ প্রো (Realme 11 Pro) এবং রিয়েলমি ১১ প্রো প্লাস (Realme 11 Pro Plus) - এই দুই ফোন। এর সঙ্গেই রিয়েলমি বাডস এয়ার ৫ প্রো ট্রু ওয়্যারলেসস্টিরিও ইয়ারবাডস লঞ্চের সম্ভাবনাও রয়েছে। টিপস্টার সুধাংশু আম্ভোরের কথায়, ৮ জুন রিয়েলমির এই তিনটি প্রোডাক্ট ভারতে লঞ্চ হতে পারে। 


রিয়েলমি ১১ প্রো ৫জি সিরিজের ফোনের সম্ভাব্য র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশন এবং রঙের অপশন 



  • রিয়েলমি ১১ প্রো ফোন লঞ্চ হতে পারে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে।

  • রিয়েলমি ১১ প্রো প্লাস মডেল লঞ্চ হতে পারে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে।

  • রিয়েলমি ১১ প্রো ৫জি সিরিজের এই দুই ফোন Astral Black, Sunrise Beige, Oasis Green- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হতে পারে। 


Nothing Phone (2): জুলাই মাসে লঞ্চ হবে নাথিং ফোন (২) (Nothing Phone 2)। নাথিং সংস্থার সিইও কার্ল পেয়ি নিশ্চিত ভাবে একথা ঘোষণা করেছেন। যদিও নাথিং ফোন (১)- এর (Nothing Phone 1) সাকসেসর মডেল নাথিং ফোন (২) লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। এর আগে নাথিং ফোন (২)- এর বেশ কিছু সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছিল। এবার কার্ল পেয়ি আসন্ন এই ফোনের কিছু স্পেসিফিকেশন নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, এই ফোনে থাকতে চলেছে কোয়ালকম স্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর। এছাড়াও নাথিং ফোন (২)- তে থাকতে চলেছে ৪৭০০ এমএএইচ ব্যাটারি। প্রসঙ্গত উল্লেখ্য, নাথিং ফোন (১) মডেলে ছিল ৪৫০০ এমএএইচ ব্যাটারি। 


iQoo Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও (iQoo) সংস্থার নতুন ফোন আইকিউওও নিও ৭ প্রো (iQoo Neo 7 Pro)। সম্প্রতি আইকিউওও সংস্থার সিইও Nipun Marya ট্যুইটারে একটি টিজার পোস্টার প্রকাশ করেছেন। সেখানেই দেখা গিয়েছে আইকিউওও নিও প্রো ফোন আসছে ভারতে। চলতি বছর ফেব্রুয়ারি মাসে আইকিউওও নিও ৭ ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল। অনুমান, এই ফোনের প্রিমিয়াম ভার্সান হিসেবে নতুন ফোন লঞ্চ হতে চলেছে। আইকিউওও সংস্থার সিইও ট্যুইটারে যে টিজার পোস্টার শেয়ার করেছেন সেখানে '৭' এবং 'পি' লেখা দেখা গিয়েছে। এর থেকেই অনুমান করা হচ্ছে আইকিউওও নিও ৭ প্রো ফোন লঞ্চ হতে চলেছে। যদিও আইকিউওও সংস্থা আনুষ্ঠানিক ভাবে ফোনের নাম বা কোনও স্পেসিফিকেশন ঘোষণা করেনি এখনও। কবে এই নতুন ফোন ভারতের বাজারে আসছে সেই সম্পর্কেও নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। অর্থাৎ আইকিউওও নিও ৭ প্রো ভারতে লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। 


আরও পড়ুন- ডায়াবেটিস-সহ একাধিক কঠিন রোগ প্রতিরোধ করতে পারে, রোজ পাতে রাখুন ১টি কাঁচা পেঁয়াজ