Realme Smartphone: রিয়েলমি সংস্থা জানিয়েছে, তাদের রিয়েলমি ১১ প্রো সিরিজ (Realme 11 Pro Series) চিনে লঞ্চ হতে চলেছে ১০ মে। এই স্মার্টফোন সিরিজে রিয়েলমি ১১ প্রো ৫জি (Realme 11 Pro 5G) এবং রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি (Realme 11 Pro Plus 5G) - এই দুই ফোন থাকতে পারে। জানা গিয়েছে, রিয়েলমি ১০ প্রো এবং রিয়েলমি ১০ প্রো প্লাস- এই মডেলগুলির সাকসেসর হিসেবে নতুন ফোন আসতে চলেছে। এই একই মাসে অর্থাৎ মে মাসেই রিয়েলমি ১১ প্রো সিরিজ ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, রিয়েলমি ১১ ৫জি এবং রিয়েলমি নারজো এন৫৩- এই দুই ফোনও ভারতে লঞ্চ হতে পারে। চিনে লঞ্চের কিছুদিন পর রিয়েলমি ১১ প্রো সিরিজ ভারতে লঞ্চ হতে পারে। 


রিয়েলমি ১১ প্রো ৫জি এবং রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি- এই দুই ফোনের সম্ভাব্য রঙ এবং স্পেসিফিকেশন



  • এই দুই ফোন চিনে লঞ্চ হতে পারে Astral Black, Oasis Green এবং Sunrise Beige- এই তিন রঙে। রিয়েলমির এই দুই ফোনে থাকতে পারে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এছাড়াও থাকতে পারে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০০ সিরিজের চিপসেট।

  • রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের টার্সিয়ারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 

  • রিয়েলমি ১১ প্রো ৫জি ফোনেও ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এখানে ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং তার সঙ্গে দুটো ২ মেগাপিক্সেলের সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 

  • উল্লিখিত দু'টি ফোনেই ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও এই দুই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এর সঙ্গে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে রিয়েলমি ১১ প্রো ৫জি ফোনে। অন্যদিকে রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি মডেলে থাকতে পারে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 


রিয়েলমি ১১ ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন


৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৩ এবং Realme UI 4.0- র সাপোর্ট থাকতে পারে এই ফোনে। রিয়েলমির এই ফোনের ব্যাক প্যানেলে মাঝ বরাবর রয়েছে সার্কুলার ক্যামেরা মডিউল। এছাড়াও ডিসপ্লের উপরের দিকে বাঁ-কোণে রয়েছে পাঞ্চ হোল কাটআউট। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 


রিয়েলমি নারজো এন৫৩ ফোনের সম্ভাব্য দাম, স্টোরেজ, রঙের অপশন


রিয়েলমি নারজো এন সিরিজের দ্বিতীয় ফোন হিসেবে এই মডেল ভারতে লঞ্চ হতে পারে যার দাম ১৩ হাজার টাকার আশপাশে থাকতে। এই ফোন ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। ফেদার ব্ল্যাক এবং ফেদার গোল্ড- এই দুই রঙে এই ফোন লঞ্চ হতে পারে।


আরও পড়ুন- ঘুম থেকে উঠতে না উঠতেই বেড টি চলে এল, খারাপ না ভাল ?