Realme 11 Series: রিয়েলমি ১১ সিরিজের (Realme 11 Series) স্মার্টফোন খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে। তবে এই সিরিজের স্মার্টফোন কবে ভারতে লঞ্চ হবে তা স্পষ্ট নয়। সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)- এর ওয়েবসাইটে দুটো রিয়েলমি ফোনের নাম দেখা গিয়েছে। একটি হল রিয়েলমি ১১ প্রো (Realme 11 Pro)। অন্যটি বেস মডেল রিয়েলমি ১১ (Realme 11) স্মার্টফোন। সম্প্রতি রিয়েলমি সংস্থা তাদের 'এন' সিরিজের প্রথম ফোন রিয়েলমি নারজো এন৫৫ মডেল ভারতে লঞ্চ হয়েছিল। গতবছর রিয়েলমি ১০ সিরিজ গতবছর ডিসেম্বরে লঞ্চ হয়েছিল। তার সাকসেসর হিসেবে রিয়েলমি ১১ সিরিজ লঞ্চ হতে চলেছে। 


রিয়েলমি ১১ সিরিজের তিনটি স্মার্টফোন রয়েছে। সেগুলি হল- রিয়েলমি ১১, রিয়েলমি ১১ প্রো এবং রিয়েলমি ১১ প্রো প্লাস। প্রথম দুই মডেল ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। রিয়েলমি ১১ বেস মডেলে থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম আউট অফ দ্য বক্সের সাহায্যে। অন্যদিকে রিয়েলমি ১১ প্রো ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৪৭৮০ এমএএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়েলমি ১১ প্রো ফোনে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। 


রিয়েলমি ১১ প্রো ফোনে একটি ৬.৭ ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এই ফোনও পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাহায্যে। এই ফোনে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। তার সঙ্গে থাকতে পারে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 



Samsung Galaxy M14 5G: ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোন। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯০ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯০ টাকা। নীল, গাঢ় নীল এবং রুপোলি রঙে লঞ্চ হয়েছে স্যামসাংয়ের এই ফোন। ২১ এপ্রিল থেকে স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনের বিক্রি শুরু হবে। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। স্যামসাংয়ের এই ফোনে রয়েছে 5nm Exynos 1330 chipset। ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনে।