Realme 13 Pro 5G Series: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজ (Realme 13 Pro 5G Series)। এখনও রিয়েলমি সংস্থা এই স্মার্টফোন (Realme Smartphones) সিরিজের ভারতে লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি। তবে এই সিরিজের ফোন কেমন দেখতে হতে পারে তার আভাস পাওয়া গিয়েছে। চলতি বছর জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজ। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হবে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজ। ইতিমধ্যেই ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের জন্য একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। অতএব এই স্মার্টফোন সিরিজ দেশে লঞ্চের পর ফ্লিপকার্ট থেকে কেনা যাবে, এটা নিশ্চিত। রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১৩ প্রো ৫জি এবং রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি- এই দুই ফোন। অনুমান জুলাই মাসেই হয়তো এই দুই ফোন ভারতে লঞ্চ হবে। আর একগুচ্ছ এআই ফিচার নিয়ে ভারতের বাজারে এই দুই স্মার্টপফোন আত্মপ্রকাশ করবে বলে অনুমান করা হচ্ছে। মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত ক্যামেরা ফিচার থাকার সম্ভাবনা রয়েছে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের দুই ফোনে।
রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের ডিজাইন কেমন হতে পারে (সম্ভাব্য)
এই স্মার্টফোন সিরিজের ফোনের ব্যাক প্যানেলে গোলাকার এবং বড় আকার-আয়তনের রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। ক্যামেরা মডিউলে সোনালি রঙের ছোঁয়া থাকতে পারে। ফোনের ডানদিকের অংশে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স থাকার সম্ভাবনা রয়েছে। রেয়ার ক্যামেরা মডিউলে 'হাইপারইমেজ' কথাটি লেখা থাকতে চলেছে। যে ছবি প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই সেখান থেকেই এইসব তথ্য পাওয়া গিয়েছে।
রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে (সম্ভাব্য)
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত ক্যামেরা ফিচার থাকতে পারে এই স্মার্টফোন সিরিজে। অর্থাৎ এআই ক্যামেরা সেনসর পাওয়া যাবে।
- ৮ জিবি এবং ১২ জিবি র্যাম ও ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়ে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের ফোনগুলি লঞ্চ হতে পারে।
- সোনালি, আকাশি এবং পার্পল রঙের বিভিন্ন শেডে এই স্মার্টফোন সিরিজের ফোনগুলি লঞ্চ হতে পারে।
সম্প্রতি ভারতে ১০ হাজার টাকার কমে একটি ৪জি ফোন লঞ্চ করেছে রিয়েলমি সংস্থা
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৬৩ ফোন। ভারতে রিয়েলমি সি৬৪ ৪জি ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯। অর্থাৎ বাস্তবে আপনি ৯০০০ টাকারও কমে এই ফোন কিনতে পারবেন। ৩ জুলাই থেকে শুরু হতে চলেছে এই ফোনের বিক্রি। রিয়েলমির এই ফোন অনলাইনে কেনা যাবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে।
আরও পড়ুন- ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজ কবে লঞ্চের সম্ভাবনা রয়েছে ভারতে? রইল সম্ভাব্য ফিচারের তালিকা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।