Realme 8s Launch: শীঘ্রই ভারতে Realme 8s ! জানুন কী কী থাকতে পারে ফোনে ?

রিয়েলমি ৮-এর পর এবার ভারতে আসতে চলেছে Realme 8s।এবার মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ চিপসেট নতুন মডেলে দিতে পারে কোম্পানি।আগের ভার্সনে মিডিয়াটেকের ৮০০ চিপসেট দিয়েছিল রিয়েলমি।

Continues below advertisement


নয়াদিল্লি: রিয়েলমি ৮-এর পর এবার ভারতে আসতে চলেছে Realme 8s। আপগ্রেডেড ভার্সনে প্রসেসরে চমক দিতে পারে কোম্পানি। অফিশিয়াল লঞ্চ হওয়ার আগেই প্রকাশ্যে এসে গেল ফোনের কিছু স্পেসিফিকেশন। 

Continues below advertisement

টেক ব্লগাররা জানাচ্ছেন, Realme 8i-এর সঙ্গেই ভারতের লঞ্চ হতে পারে Realme 8s। এবার মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ চিপসেট নতুন মডেলে দিতে পারে কোম্পানি।আগের ভার্সনে মিডিয়াটেকের ৮০০ চিপসেট দিয়েছিল রিয়েলমি। এবার ৯০ হার্টজের ডিসপ্লের সঙ্গে দেওয়া হতে পারে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার।

91Mobiles-এর রিপোর্ট অনুযায়ী, Realme 8-এর মতোই দেখতে হবে নতুন Realme 8s মডেল। যার ভলিউম রকার দেওয়া হয়েছে ফোনের বাঁ দিকে। ইন্টিগ্রেটেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফোনে। টিপস্টার স্টিভ হেমারস্টোফারের ট্যুইট উল্লেখ করে এই খবর জানিয়েছে 91Mobiles। ফাঁস হওয়া ছবি বলছে, হাল্কা বেগুনি রঙে আসতে চলেছে এই নয়া ফোন।

Realme 8s-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

শোনা যাচ্ছে, এবারও অ্যান্ড্রয়েড ১১-এ চলবে ফোন। নতুন মডেলের ডিসপ্লে হতে পারে ৬.৫ ইঞ্চি। ৯০ হার্টজের রিফ্রেস রেট দেওয়া হবে ফোনে। ৬ জিবি ও ৮ জিবি অপশনে পাওয়া যাবে ফোন। ফোনের লিকড ইমেজ দেখে মনে হচ্ছে, নতুন মডেলে তিনটে ক্যামেরা দিয়েছে চিনা কোম্পানি। ফোনে থাকতে পারে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। আরও দুটো ক্যামেরার বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। খবর সত্যি হলে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে Realme 8s-এ। ১২৮ ও ২৫৬ জিবি ভ্যারিয়েন্টে আসতে পারে নতুন মডেল।

ইউএসবি পোর্ট সি ছাড়াও ফোনে থাকতে পারে ৩.৫ এমএম-এর হেডফোন জ্যাক। এখানেই শেষ নয়, এবার ফোনে থাকতে পারে ৫০০০ এমএএইচের ব্যাটারি। সঙ্গে ৩৩ ওয়াটের ডার্ট ফাস্ট চার্জার দিতে পারে কোম্পানি। তবে এতকিছু জানালেও ফোনের দাম সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি টেক সাইটে। টেক ব্লগারদের মতে, নতুন মডেলের মাধ্যমে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে ৫জি ফোন দিতে চলেছে কোম্পানি।

Continues below advertisement
Sponsored Links by Taboola