Realme 9 4G India launch: এপ্রিলেই আসতে চলেছে রিয়েলমির নতুন ফোন। আগামী ৭ এপ্রিল ভারতে লঞ্চ হবে Realme 9 4G। কোম্পানির Realme 9 স্মার্টফোন সিরিজের সর্বশেষ সংযোজন হিসাবে লঞ্চ করা হবে এই ফোন।
Realme 9 4G: কী থাকছে ফোনে ?
রিয়েলমি ৯-এর পরিবারে আগেই একাধিক ফোন লঞ্চ করেছিল কোম্পানি। যার মধ্যে রয়েছে, Realme 9i, Realme 9 5G, Realme 9 5G স্পিড সংস্করণ ছাড়াও Realme 9 Pro 5G, Realme 9 Pro+ 5G-র মতো ফোন। ইতিমধ্যেই বেশকিছু টেক সাইটে প্রকাশিত হয়েছে Realme 9 4G-র স্পেকস। যেখানে হ্যান্ডসেটে 108-মেগাপিক্সেল 'প্রোলাইট' ক্যামেরা থাকবে বলে
শোনা যাচ্ছে।
Realme 9 4G India launch: একই ইভেন্টে দুই ফোন লঞ্চ়
কোম্পানি শনিবার ট্যুইটারে Realme 9 4G-এর লঞ্চের তারিখ ঘোষণা করেছে। ভারতে একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে লঞ্চ হবে এই ফোন। 7 এপ্রিল দুপুর 12:30 টায় প্রকাশ্যে আনা হবে এই ফোন। লঞ্চ ইভেন্টটি কোম্পানির ইউটিউব ও ফেসবুক অ্যাকাউন্টে লাইভস্ট্রিম করা হবে। একই ইভেন্টে Realme ভারতে Realme GT 2 Pro লঞ্চ করার কথা রয়েছে।
Realme 9 4G: কত দাম ফোনের ?
মনে করা হচ্ছে, ভারতে ১৫,০০০ টাকার মধ্যে লঞ্চ হতে পারে এই ফোন। স্মার্টফোনটি মিটিয়র ব্ল্যাক, সানবার্স্ট গোল্ড ও স্টারগেজ হোয়াইট রঙের অপশনে লঞ্চ করা হতে পারে। Realme এখনও আনুষ্ঠানিকভাবে আসন্ন Realme 9 4G হ্যান্ডসেটের জন্য কোনও মূল্য ঘোষণা করেনি।
Realme 9 4G specifications (expected)
Realme প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছে, Realme 9 4G স্মার্টফোনে 108-মেগাপিক্সেল 'ProLight' ক্যামেরা থাকবে। পাশাপাশি ফোনে পাওয়া যাবে একটি Samsung ISOCELL HM6 ইমেজ সেন্সর। আগের রিপোর্ট বলছে,144Hz এর রিফ্রেশ রেট সহ একটি 6.6-ইঞ্চি IPS LCD ডিসপ্লে থাকবে ফোনে। যদিও কোম্পানির টিজারে স্মার্টফোনটিতে একটি AMOLED ডিসপ্লে থাকবে বলে জানানো হয়েছে।