নয়াদিল্লি: ফোনের বাজারে জনপ্রিয়তা এসেছিল আগেই। এবার ফোনের পর ল্যাপটপ আনতে চলেছে রিয়েলমি।শীঘ্রই বাজারে আসছে রিয়েলমি বুক ল্যাপটপ।


ফোনের পাশাপাশি নতুন কিছু প্রোডাক্ট লঞ্চের ইঙ্গিত দিয়েছিল আগেই। ইউরোপের বাজারে রিয়েলমি জিটি ৫জি লঞ্চের সময় ল্যাপটপের টিজার ছেড়েছিল কোম্পানি। সেই সূত্র ধরেই এবার বাজারে আসতে চলেছে রিয়েলমির প্রথম ল্যাপটপ। বিভিন্ন সাইটে ছড়িয়ে পড়েছে রিয়েলমির সেই ল্যাপটপের ছবি। যদিও রিয়েলমি বুকের স্পেশিফিকেশনের বিষয়ে তেমন কিছু প্রকাশ্যে আসেনি। তবে রিয়েলমি যে ম্যাকবুকের আদলে এই ল্যাপটপ আনতে চলেছে সেই বিষয়ে নিশ্চিত টেক ব্লগাররা।


টিজার ইমেজে দেখা যাচ্ছে, নয়া ল্যাপটপে ব্রাসড অ্যালুমিনিয়াম ফিনিস দিয়েছে রিয়েলমি। সাধারণত ম্যাকবুকের টপে যে ফিনিস দেখা যায়। অ্যাপলের মতোই বড় ট্র্যাকপ্যাড রয়েছে রিয়েলমি বুকে। আগামী অগস্টেই বাজারে আসতে পারে এই ল্যাপটপ।


রিয়েলমি বুকের স্পেকস ও ফিচার


টেক সাইটগুলির মধ্যে প্রথমে অ্যান্ড্রয়েড অথরিটির কাছেই রিয়েলমি বুকের লাইভ পিকচার দেখা যায়। একমাস পর এখন গিজনেটেও দেখা গিয়েছে কিছু ছবি। যা দেখে ল্যাপটপের বিষয়ে কিছুটা ধারণা করা গিয়েছে। ইতিমধ্যেই রিয়েলমি ইন্ডিয়া ও ইউরোপের সিইও মাধব শেঠ তার চ্যানেলের টুইটার হ্যান্ডেলে ল্যাপটপের বিষয়ে টিজার ছেড়েছেন। যাতে ল্যাপটপের স্লিম প্রোফাইলকেই বেশি হাইলাইট করা হয়েছে।


এখানেই শেষ নয়। রিয়েলমির ল্যাপবুকের ছবি ছেড়েছেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ওয়াং দেই ডেরেক। যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, ম্যাকবুকের আদলের এই নতুন ল্যাপটপ আনছে রিয়েলমি। ডিসপ্লেতে মিনিমাম বেজেল ছাড়াও লিডে কোম্পানির লোগো রাখা হয়েছে ম্যাকবুকের মতোই। পাওয়ার বাটনেই দুবার ট্যাপ করলে তা ফিঙ্গারপ্রিন্ট রিডারের কাজ করবে।


ল্যাপটপের সম্ভাব্য দাম


নতুন ল্যাপটপে ইউএসবি এ-র পাশাপাশি ইউএসবি টাইপ-সি পোর্টও দেওয়া হয়েছে বলে ধারণা। নতুন ডিভাইসে ১৪ ইঞ্চির ফুল এইচডি অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে দিতে পারে কোম্পানি। উইন্ডোজের লেটেস্ট ১১ জেনারেশন আই-৫ বা আই-৩ প্রসেসর দেওয়া হতে পারে ল্যাপটপে। টেক ব্লগারদের মতে, ৪০,০০০টাকা দাম হতে পারে রিয়েলমি বুকের।তবে তা নির্ভর করবে ভ্যারিয়েন্টের ওপর।