Realme Earbuds: রিয়েলমি সংস্থার নতুন ইয়ারবাডস (Realme Earbuds) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। আগামী ২২ মে লঞ্চ হবে রিয়েলমি বাডস এয়ার ৬ (Realme Buds Air 6) - এই ইয়ারবাডস। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন (True Wireless Stereo Earphones) হতে চলেছে এটা নিশ্চিত ভাবে জানা গিয়েছে এবং এই ইয়ারবাডসের ডিজাইন এবং বেশ কিছু ফিচার প্রকাশ্যে এসেছে। রিয়েলমি বাডস এয়ার ৫ (Realme Buds Air 5) মডেলের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি বাডস এয়ার ৬। রিয়েলমি সংস্থার 'জিটি' সিরিজের নতুন একটি ফোন রিয়েলমি জিটি ৬টি মডেলও দেশে লঞ্চ হতে চলেছে। একই সঙ্গে লঞ্চ হবে এই ফোন এবং রিয়েলমির নতুন ইয়ারবাডস। রিয়েলমির এই দুই ডিভাইস আগামী ২২ মে ভারতীয় সময় দুপুর ১২টায় দেশে লঞ্চ হবে। ভারতে লঞ্চের পর রিয়েলমি বাডস এয়ার ৬ কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট এবং রিয়েলমি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। এছাড়াও অফলাইনে দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে ইতিমধ্যেই রিয়েলমি বাডস এয়ার ৬- এই ইয়ারবাডসের জন্য একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে।
রিয়েলমি বাডস এয়ার ৬ - এই ইয়ারবাডসে কী কী ফিচার থাকতে পারে দেখে নিন
- সাদা রঙে এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস লঞ্চ হতে পারে ভারতে। ইয়ারবাডস এবং চার্জিং কেসের ডিজাইন অনেকটাই রিয়েলমি বাডস এয়ার ৫ মডেলের মতো। ইয়ারবাডসের ডিজাইনে সামান্য কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে।
- হাই রেজোলিউশনের অডিও সার্টিফিকেট থাকবে রিয়েলমি বাডস ৬ এয়ার ইয়ারবাডসে। এর সঙ্গে থাকবে LHDC 5.0 codec সাপোর্ট।
- রিয়েলমির আসন্ন ইয়ারবাডসে থাকবে ১২.৪ মিলিমিটারের ড্রাইভার্স। এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসের দাম ভারতে কত হতে পারে তা এখনও জানা যায়নি।
- রিয়েলমি বাডস এয়ার ৬ - এই ইয়ারবাডসের থাকতে চলেছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। ৫০ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার কাজ করবে এই ইয়ারবাডসে।
- মোট ছয়টি থাকবে এই ইয়ারবাডসে। এর সঙ্গে থাকতে চলেছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। এর সাহায্যে ইয়ারবাডসের মাধ্যমে ফোনকলে কথা বলার সময় ইউজাররা স্পষ্ট শব্দ শুনতে পারবেন। আশপাশের শব্দে তাঁদের অসুবিধা হবে না।
- গেম খেলার জন্যেও রিয়েলমি বাডস এয়ার ৬ একটি আদর্শ ইয়ারবাডস হতে চলেছে, কারণ এখানে থাকবে 55ms latency সাপোর্ট।
আরও পড়ুন- ভিভো ওয়াই২০০ প্রো লঞ্চ হতে চলেছে ভারতে, কত দামে কিনতে পারবেন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।