Vivo Smartphones: ভিভো ওয়াই ২০০ সিরিজের ফোন (Vivo Y200 Series Smartphone) আগেও লঞ্চ হয়েছে ভারতে। এবার ভিভো ওয়াই২০০ প্রো (Vivo Y200 Pro) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। তবে এখনও নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেনি ভিভো সংস্থা। কিন্তু এর মধ্যেই ভিভো ওয়াই২০০ প্রো ফোনের একাধিক সম্ভাব্য ফিচার, ফোনের ডিজাইন এমনকি দাম সম্পর্কেও তথ্য প্রকাশ্যে এসেছে। ভারতে এখন উপলব্ধ রয়েছে ভিভো ওয়াই২০০ এবং ভিভো ওয়াই২০০ই- এই দুই ফোন। এই দলেই নাম জুড়তে চলেছে ভিভো ওয়াই২০০ প্রো ফোনের। 


ভারতে ভিভো ওয়াই২০০ প্রো ফোনের দাম কত হতে পারে 


91Mobiles- এর রিপোর্ট সূত্রে খবর, ভারতে ভিভো ওয়াই২০০ প্রো ফোনের দাম ২৫ হাজার টাকা কম হতে পারে। ভিভো ওয়াই২০০ প্রো ফোন এই সিরিজের স্লিমেস্ট থ্রিডি কার্ভড ডিসপ্লে যুক্ত মডেল হতে চলেছে বলে দাবি করেছে সংস্থা। এই ফোনে থাকতে পারে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। এছাড়াও ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে ভিভো ওয়াই২০০ প্রো ফোনে। 


 






ভিভো ওয়াই২০০ প্রো ফোনের ক্যামেরা ফিচার কেমন হতে পারে 


একটি অ্যান্টি-শেক ক্যামেরা থাকতে পারে এই ফোনে। অর্থাৎ ছবি তোমার সময় ফোন কেঁপে গেলেও তার প্রভাব থাকবে না ক্যামেরায়। এই ক্যামেরা ফিচারের সঙ্গে যুক্ত থাকবে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকতে পারে। এর পাশাপাশি রাতে কম আলোয় ছবি তোলা এবং পোর্ট্রেট মাধ্যমে ছবি তোলার জন্য বিশেষ ফিচারের আপগ্রেড থাকবে এই ফোনে। 


ভিভো ওয়াই২০০ প্রো ফোন ভারতে লঞ্চ হতে পারে ভিভো ভি২৯ই ফোনের একটি rebadged version হিসেবে 


সেক্ষেত্রে ভিভো ভি২৯ই ফোনের সঙ্গে ডিজাইন এবং ফিচারের নিরিখে মিল থাকার সম্ভাবনা রয়েছে ভিভো ভি২০০ প্রো ফোনের। ৮ জিবি র‍্যাম নিয়ে ভারতে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই২০০ প্রো ফোন। এছাড়াও এই ফোনে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অপারেটিং সফটওয়্যারের সাপোর্ট থাকার কথা শোনা গিয়েছে। 


আরও পড়ুন- টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোন আসছে ভারতে, কেমন হতে পারে ক্যামেরা ফিচার? 




আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।