Realme Earphone: রিয়েলমি সংস্থা ভারতে লঞ্চ করতে চলেছে নতুন ইয়ারফোন (Realme Earphone)। এবার লঞ্চ হবে রিয়েলমি বাডস ওয়্যারলেস ৩ নিও (Realme Buds Wireless 3 Neo) মডেল। আগামী ২২ মে এই ইয়ারবাডস ভারতে লঞ্চ হবে। রিয়েলমি বাডস ওয়্যারলেস ৩ নিও ইয়ারবাডসের দাম দেশে হতে চলেছে ১২৯৯ টাকা। লঞ্চের দিন দুপুর ২টো ৩০ মিনিট থেকে শুরু হবে বিক্রি। রিয়েলমি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ইয়ারফোন কেনা যাবে। এছাড়াও পাওয়া যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়া এবং ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইটে। কালো, নীল এবং সবুজ রঙে রিয়েলমি বাডস ওয়্যারলেস ৩ নিও ভারতে লঞ্চ হতে চলেছে। রিয়েলমি এই ইয়ারফোন আসলে একটি ব্লুটুথ সাপোর্ট যুক্ত নেকব্যান্ড হতে চলেছে। রিয়েলমির এই ইয়ারফোন যেদিন লঞ্চ হবে সেদিনই ভারতে লঞ্চ হবে রিয়েলমি জিটি ৬টি ফোন। 


আনুষ্ঠানিক লঞ্চের আগেই রিয়েলমি বাডস ওয়্যারলেস ৩ নেকব্যান্ড ইয়ারফোনের একাধিক ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে 



  • স্লিক ডিজাইনে লঞ্চ হবে রিয়েলমির নতুন নেকব্যান্ড। সংস্থার আশা এই ইয়ারফোন তরুণ প্রজন্মের নজর কেড়ে নেবে তার ডিজাইন এবং ফিচারের জন্য। 

  • রিয়েলমি বাডস ওয়্যারলেস ৩ নিও নেকব্যান্ডে থাকতে চলেছে ১৩.৪ মিলিমিটারের Dynamic Bass ড্রাইভার।

  • এছাড়াও এই নেকব্যান্ডে থাকছে এআই যুক্ত ইলেকট্রনিক নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট।

  • আর থাকছে 45 ms Ultra low latency সাপোর্ট, যার সাহায্যে গেম খেলার সময়েও এই নেকব্যান্ড ব্যবহার করে ইউজাররা দুর্দান্ত অভিজ্ঞতা পাবেন। 

  • একবার পুরো চার্জ দিয়ে রিয়েলমির আসন্ন নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোনে চার্জ থাকবে প্রায় ৩২ ঘণ্টা। 

  • একই সঙ্গে দুটো ডিভাইসে রিয়েলমি বাডস ওয়্যারলেস ৩ নিও ইয়ারফোন সংযুক্ত করা যাবে। গুগল ফাস্ট পেয়ার সাপোর্ট থাকবে এই ইয়ারফোনে। যেহেতু একসঙ্গে দুট ডিভাইসে এই ইয়ারফোন সংযুক্ত করা যাবে ফলে বারবার কানেক্ট করা কিংবা ডিসকানেক্ট করার সমস্যা থাকবে না। 

  • এই ইয়ারফোন একটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। থাকবে IP55 রেটিং। অর্থাৎ জল এবং ধুলোয় রিয়েলমির এই নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোন সহজে নষ্ট হয়ে যাবে না। 


আরও পড়ুন- ৫ মিনিটের চার্জে ইয়ারবাডসে গান শোনা যাবে ১০০ মিনিট ! বোটের নতুন ইয়ারফোনে আর কী কী চমক রয়েছে? 


 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।