কলকাতা: রিয়েলমি ‘সি’ সিরিজের (Realme C Series) পুরনো ফোন নতুন র্যাম ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে ভারতে। জানা গিয়েছে, সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৩৫ (Realme C35) ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। এই মডেলের দাম ১৫,৯৯৯ টাকা। ৮ জুলাই দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হয়ে গিয়েছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) এবং রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। আপাতত ২০০০ টাকা ছাড়ে অর্থাৎ ১৩,৯৯৯ টাকায় এই ফোন কিনতে পারবেন আগ্রহীরা। গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং গ্রিন- এই দুই রঙে রিয়েলমি সি৩৫ ফোনের নতুন র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে পারবেন আগ্রহীরা।
রিয়েলমি সি৩৫ ফোনের নতুন ভ্যারিয়েন্টে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একঝলকে
ডিসপ্লে ও প্রসেসর- এই ফোনে একটি ৬.৬ ইঞ্চির ফুল রিচডি প্লাস ডিসপ্লে রয়েছে। অ্যান্ড্রয়েড ১১ এবং Realme UI R Edition সাপোর্ট রয়েছে এই ফোনে। এর পাশাপাশি রিয়েলমি সি৩৫ ফোনে একটি অক্টা-কোর Unisoc T616 SoC রয়েছে।
ক্যামেরা স্পেসিফিকেশন- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এর পাশাপাশি ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের Sony IMX355 সেলফি ক্যামেরা সেনসর।
স্টোরেজ, ব্যাটারি ও ফোনের ওজন- রিয়েলমি সি৩৫ ফোনের নতুন ভ্যারিয়েন্টে রয়েছে ১২৮ জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। জানা গিয়েছে এই ফোনের ওজন ১৮৯ গ্রাম।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও দুটো র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছিল রিয়েলমি সি৩৫ ফোন। সেক্ষেত্রে একটি মডেলে ছিল ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। আর অন্য মডেলে ছিল ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এবার ওই দুই মডেলের থেকে আর একটু উন্নত ফোন লঞ্চ করেছে রিয়েলমি সংস্থা।
আরও পড়ুন- ভারতে ওয়ানপ্লাস ১০টি ফোন দ্রুত লঞ্চের সম্ভাবনা, কী কী ফিচার থাকতে পারে?