Realme C55: রিয়েলমি একটি নতুন ফিচার নিয়ে কাজকর্ম শুরু করেছে। আর তাই নিয়েই শুরু হয়েছে হইচই। কারণ টেক-গ্যাজেট প্রেমীদের জন্য এই ফোনে থাকতে চলেছে একটি ফ্রন্ট ফেসিং ডিসপ্লে নচ ডিজাইন। এই ফিচার অনেকটা আইফোন ১৪ প্রো সিরিজের ডায়নামিক আইল্যান্ড এলিমেন্টের মতো। সম্প্রতি আবার শোনা গিয়েছে, রিয়েলমি সংস্থাই সম্ভবত প্রথম ব্র্যান্ড হতে চলেছে যারা অ্যাপেলের ডায়নামিক এলিমেন্টের মতো নিজস্ব ভার্সান তৈরি করতে চলেছে। একে বলা হচ্ছে মিনি ক্যাপস্যুল। এর পাশপাশি শোনা যাচ্চে, রিয়েলমি সি৫৫ ফোন নিয়েও শেষ পর্যায়ের কাজকর্ম চালাচ্ছে সংস্থা। আগামী ৭ মার্চ গ্লোবাল মার্কেটে এই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। এর পাশাপাশি শোনা যাচ্ছে, রিয়েলমি সি সিরিজের এই ফোন ভারতেও এই মাসেই হয়তো লঞ্চ হবে। একইদিনে না হলেও মার্চেই এই ফোন ভারতের বাজারে লঞ্চের সম্ভাবনা রয়েছে। 


রিয়েলমি সি৫৫ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার



  • রিয়েলমি 'সি' সিরিজের এই ফোনে একটি ৬৪ মেগাপিক্সেলের AI প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। 

  • এছাড়াও এই ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনে ডায়নামিক র‍্যামের সাপোর্ট থাকতে পারে। 

  • ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে রিয়েলমি সি৫৫ ফোনের একটিই ভ্যারিয়েন্ট লঞ্চের সম্ভাবনা রয়েছে। ৮ জিবি র‍্যামকে ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

  • রিয়েলমি সি৫৫ ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। এই ফোনে ৩৩ ওয়াটের SUPERVOOC চার্জিং সাপোর্ট থাকতে পারে। তার সঙ্গে থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি। 


Samsung Galaxy A Series: স্যামসাং সংস্থা তাদের গ্যালাক্সি এ সিরিজের (Samsung Galaxy A Series) ফোন নিয়ে নতুন করে কাজকর্ম শুরু করেছে। এবছরের শুরুর দিকেই লঞ্চ করেছে গ্যালাক্সি এ১৪ ফোন। এবার শোনা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং তাদের গ্যালাক্সি 'এ' সিরিজের আরও দুটো ফোন লঞ্চ করতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি (Samsung Galaxy A34 5G) এবং স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি (Samsung Galaxy A54 5G) - এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। চলতি বছরের প্রথম ভাগেই এই দুই ফোন লঞ্চ হতে পারে। ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের এই দুই ফোনের নাম দেখা গিয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনের সম্ভাব্য ডিজাইন, ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কেও একাধিক তথ্য এর মধ্যে প্রকাশ্যে এসেছে। এবার শোনা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের এই দুই ফোন লঞ্চ হতে পারে ১৫ মার্চ। তবে স্যামসাং কর্তৃপক্ষ নিশ্চিত ভাবে এখনও কোনও দিনক্ষণ ঘোষণা করেনি। 


আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ও গ্যালাক্সি এ৫৪ ৫জি লঞ্চ হতে চলেছে আগামী ১৫ মার্চ