Realme Smartphones: রিয়েলমি 'সি' সিরিজের (Realme C Series) নতুন ফোন লঞ্চ হতে চলেছে। এবার লঞ্চ হবে রিয়েলমি সি৬৫ (Realme C65)। এই ফোন কবে লঞ্চ হবে তা নিশ্চিত ভাবে জানা না গেলেও, লঞ্চ যে হবে সেটা নিশ্চিত ভাবে জানা গিয়েছে। গতবছর অর্থাৎ ২০২৩ সালের মার্চ মাসে লঞ্চ হয়েছিল রিয়েলমি সি৫৫ ফোন (Realme C55)। তারই সাকসেসর হিসেবে রিয়েলমি সি৬৫ ফোন লঞ্চ হতে চলেছে। ভারতে এই ফোন লঞ্চ হবে বলেই আশা করা হচ্ছে। তবে কবে সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি এখনও। অন্যদিকে ভিয়েতনামে রিয়েলমি সি৬৫ ফোন আগামী ৪ এপ্রিল লঞ্চ হবে বলে জানা গিয়েছে, রিয়েলমি ভিয়েতনামের ইনস্টাগ্রাম পোস্ট থেকে। দুটো রঙে এই ফোন লঞ্চ হবে ভিয়েতনামে। যে পোস্ট শেয়ার করা হয়েছে সেখানে দেখা গিয়েছে ফোনের ব্যাক প্যানেলে চকচকে ভাব (shimmering glossy finish) রয়েছে।
রিয়েলমি সি৬৫ ফোন সম্পর্কে কী কী জানা গিয়েছে এখনও পর্যন্ত
রিয়েলমি সংস্থার ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, এই ফোন ভিয়েতনাম ছাড়াও ফিলিপিন্স, মালয়েশিয়া, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ায় খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। আরও বেশ কিছু দেশে যে রিয়েলমি সি৬৫ ফোন লঞ্চ হবে সেই আভাসও দিয়েছেন রিয়েলমি সংস্থার ওই কর্তা। তবে কোন কোন দেশ এবং কবে, সেই সম্পর্কে কিছু জানা যায়নি। ইতিমধ্যেই বেশ কিছু সার্টিফিকেশন সাইটে রিয়েলমি সি৬৫ ফোনের নাম দেখা গিয়েছে। ফোনের ডিজাইন এবং বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যেও এসেছে। তবে এই ফোনের ভারতে লঞ্চ প্রসঙ্গে নিশ্চিত ভাবে কোনও তথ্য এখনও জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, রিয়েলমি সি৫৫ ফোনও এশিয়ার নির্দিষ্ট কয়েকটি দেশেই লঞ্চ হয়েছিল। অন্যদিকে জানা গিয়েছে, ভিয়েতনামে ২ এপ্রিল থেকে বিভিন্ন রিটেল স্টোরে পাওয়া যাবে রিয়েলমি সি৬৫ ফোন।
রিয়েলমি সি৬৫ ফোনের যে ছবি এখন প্রকাশ্যে এসেছে সেখানে দেখে বোঝা গিয়েছে, আলোতে এই ফোনের ব্যাক প্যানেল চকচক করবে। আয়তাকার ক্যামেরা ইউনিট রয়েছে ফোনের রেয়ার প্যানেলের বাঁদিকে উপরের কোণে। সেখানে দুটো সেনসরের জায়গার সঙ্গে রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট। ফোনের ডানদিকের সাইডের অংশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স। পাওয়ার বাটনটিকেই ফিঙ্গারপ্রিন্ট সেনসর হিসেবেও ব্যবহার করা যাবে বলে অনুমান করা হচ্ছে। অত্যন্ত পাতলা এবং স্লিক ডিজাইন নিয়ে রিয়েলমি সি৬৫ ফোন লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাপোর্ট থাকবে এই ফোনে। এছাড়াও থাকবে শক্তিশালী একটি প্রসেসর বা চিপসেট, ১৬ জিবি পর্যন্ত ডায়নামিক র্যামের সাপোর্ট। এর পাশাপাশি রিয়েলমি সি৬৫ ফোনে ডায়নামিক বাটন, রাইডিং মোড এবং স্মার্ট কোড স্ক্যান করার মতো বিশেষ ফিচার থাকবে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন- আইকিউওও ১২ ফোনের 'অ্যানিভার্সারি এডিশন' আসছে ভারতে, উপলক্ষ্য কী?