কলকাতা: রিয়েলমি জিটি ২ এক্সপ্লোরার মাস্টার এডিশন (Realme GT 2 Explorer Master Edition) লঞ্চ হতে চলেছে জুলাই মাসেই। চিনের সংস্থা রিয়েলমি (Realme) সম্প্রতি জানিয়েছে ১২ জুলাই এই ফোন লঞ্চ হবে। এই প্রথম কোনও ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর (Snapdragon 8+ Gen 1 SoC)। চলতি বছর মে মাসেই কোয়ালকমের এই আধুনিক প্রসেসর লঞ্চ হয়েছে। এছাড়াও শোনা যাচ্ছে, এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, ট্রিপল রেয়ার ক্যামেরা এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং (100W fast Charging) সাপোর্টও থাকবে। গত বছর জুলাই মাসে লঞ্চ হয়েছিল রিয়েলমি জিটি এক্সপ্লোরার মাস্টার এডিশন। একবছর পর তারই আপগ্রেডেড ভার্সান রিয়েলমি জিটি ২ এক্সপ্লোরার মাস্টার এডিশন লঞ্চ হতে চলেছে।


একনজরে দেখে নেওয়া যাক রিয়েলমি জিটি ২ এক্সপ্লোরার মাস্টার এডিশন ফোনের সম্ভাব্য কিছু ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে একটি ৬.৭ ইঞ্চির UHD+ AMOLED ডিসপ্লে থাকতে পারে।

  • এই ফোনে ১২ জিবি পর্যন্ত র‍্যাম থাকতে পারে। তার সঙ্গে ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ থাকারও সম্ভাবনা রয়েছে।

  • বলা হচ্ছে, এপ্রিল মাসে ভারতে লঞ্চ হওয়া রিয়েলমি জিটি নিও ৩ ফোনের মতো দেখতে হবে রিয়েলমি জিটি ২ এক্সপ্লোরার মাস্টার এডিশন ফোন।

  • এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে দুটো ৫০ মেগাপিক্সেলের সেনসর এবন একটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।

  • এই ফোনে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং থাকার সম্ভাবনাও রয়েছে বলে শোনা যাচ্ছে।


রিয়েলমি জিটি এক্সপ্লোরার মাস্টার এডিশন ফোন ভারতে লঞ্চ হয়নি। তার আপগ্রেডেড ভার্সান অর্থাৎ রিয়েলমি জিটি ২ এক্সপ্লোরার মাস্টার এডিশন ফোনও ভারতে লঞ্চ হবে কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি।


আরও পড়ুন- ইনফিনিক্স নোট ১২ ৫জি সিরিজ আসছে ভারতে, থাকবে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা, কবে লঞ্চ?