নয়াদিল্লি: শীঘ্রই নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করতে চলেছে চিনা কোম্পানি রিয়েলমি। এবার তাদের লেটেস্ট টেকনোলিজর ফোন Realme GT 2 Pro আনবে কোম্পানি। ২০২২ সালের প্রথমেই চিনে প্রকাশ্যে আসবে এই ফোন। সম্প্রতি টেক সাইটে প্রকাশিত হয়েছে ফোনের কিছু গোপন তথ্য। 


Realme GT 2 Pro: GizChina-র রিপোর্ট বলছে, আগামী বছরের শুরুতেই আসতে চলেছে রিয়েলমির এই নতুন ফ্ল্যাগশিপ। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই ফোনের লিস্টিং হয়ে গিয়েছে বেশ কয়েকটি জায়গায়। তবে এই ফোন ছাড়াও Realme 9 Pro Plus and the Realme 9i মডেলও আনবে কোম্পানি।


Realme GT 2 Pro: এর দাম
টেক সাইটের রিপোর্ট বলছে নতুন Realme GT 2 Pro-এর দাম হবে CNY 4,000 (ভারতীয় মুদ্রায় প্রায Rs 46,500)। এর আরও একটা প্রিমিয়াম ভ্যারিয়েন্ট আনতে পারে কোম্পানি। যার দাম হবে CNY 5,000 (ভারতীয় মুদ্রায় প্রায় Rs 58,000)।


Realme GT 2 Pro: এর স্পেসিফিকেশন
টেক সাইটগুলির রিপোর্ট অনুযায়ী, নতুন ফ্ল্যাগশিপ ফোনে ৬.৫১ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে কোম্পানি। পাঞ্চ হোল ক্যামেরার সঙ্গে থাকবে হাই রিফ্রেস রেট। এবারও প্রায় বেজেল লেস ডিসপ্লে থাকবে ফোনে। সঙ্গে থাকতে পারে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।


Realme GT 2 Pro:এর ক্যামেরা কেমন ?
ফোনে থাকতে পারে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকবে ৮ ও ৫ মেগার আরও দুটি ক্যামেরা। ভাল সেলফির জন্য দেওয়া হতে পারে ৩২ মেগাপিক্সেলের শ্যুটার।Snapdragon 888+ 5G প্রসেসর থাকবে রিয়েলমির ফ্ল্যাগশিপ ফোনে।


আরও পড়ুন : Facebook Update : ফেসবুকের বিরুদ্ধে বড় অভিযোগ, হতে পারে মামলা


আরও পড়ুন : Samsung S22-র গোপন তথ্য ফাঁস, এইদিন আসছে স্যামসাঙের ফ্ল্যাগশিপ ফোন