Realme Smartphones: রিয়েলমি জিটি ৬টি ফোন (Realme GT 6T) ভারতে লঞ্চ হবে বলে সম্প্রতি ঘোষণা করেছে রিয়েলমি সংস্থা (Realme Smartphones)। যদিও এই ফোন কবে দেশে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ করেনি রিয়েলমি (Realme GT Series Phones) কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, চলতি মাসে অর্থাৎ মে মাসেই এই ফোন ভারতের বাজারে আসতে চলেছে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট থাকবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে, রিয়েলমি জিটি ৬টি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি জিটি নিও ৬ই ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে। ভারতে প্রায় দু'বছর পর লঞ্চ হতে চলেছে রিয়েলমি 'জিটি' সিরিজের কোনও ফোন। একটি প্রেস বিবৃতি দিয়ে রিয়েলমি সংস্থা ঘোষণা করেছে তাদের 'জিটি ৬টি' মডেল মে মাসেই ভারতে আসছে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর থাকতে চলেছে। রিয়েলমি সংস্থার দাবি, ভারতে এই প্রথম তাদের কোনও ফোন লঞ্চ হতে চলেছে যেখানে কোয়ালকমের এই স্ন্যাপড্রাগন চিপসেট থাকবে। এক্স মাধ্যমেও রিয়েলমি সংস্থা ঘোষণা করেছে যে ভারতে তাদের জিটি ৬ সিরিজ লঞ্চ হতে চলেছে। রিয়েলমি জিটি ৬টি একটি স্লিম ডিজাইনের ফোন হতে চলেছে বলে অনুমান করা হয়েছে। 


রিয়েলমি সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও স্কাই লি আগেই জানিয়েছিলেন যে ভারতে রিয়েলমি জিটি সিরিজের ফোন লঞ্চ হবে। রিয়েলমি ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষ্যে রিয়েলমি জিটি সিরিজের সিকস্থ জেনারেশন লঞ্চের কথা আগেই জানিয়েছিল কর্তৃপক্ষ। মাঝামাঝি রেঞ্জে একটি ফোন লঞ্চের আভাস পাওয়া গিয়েছিল। রিয়েলমি জিটি ৬টি ফোনের দাম তাই মিড-রেঞ্জের মধ্যে থাকবে বলে অনুমান। 


রিয়েলমি জিটি ৬টি ফোন যদি রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হয়, তাহলে দুই ফোনের মধ্যে অনেক মিল থাকতে পারে। এপ্রিল মাসে চিনে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোন। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ভারতীয় মুদ্রায় ১৮ হাজার টাকার আশপাশে। রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর। এই ফোনে ৬.৭৮ ইঞ্চির 8T LTPO AMOLED ডিসপ্লে রয়েছে যেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। ১২ জিবি পর্যন্ত র‍্যাম, ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ, ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোনে। 


আরও পড়ুন- নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ প্রথম ফোন লঞ্চ করতে চলেছে ভারতে, ফোনের নাম কী? দাম কত হতে পারে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।