নয়া দিল্লি : দেশে দিন দিন বাড়ছে স্মার্টফোনের জনপ্রিয়তা। শুধু ভারতে কেন, গোটা বিশ্বেই আজ স্মার্টফোনের রমরমা। আর তার ফলে বাজারে ব্যাপক প্রতিযোগিতার মুখে পড়ছে স্মার্টফোন উৎপাদনকারী সংস্থাগুলি। তাই বাজার ধরতে ক্রেতাদের কাছে কম দামে ভাল স্মার্টফোন পৌঁছে দিতে মরিয়া অধিকাংশ সংস্থা। সেই লক্ষ্য নিয়েই খুব কম দামে বাজারে ৫জি ফোন আনতে চলেছে রিয়েলমি। শোনা যাচ্ছে, নতুন এই ফোনের দাম ৭ হাজার টাকার কম হতে পারে।  


রিয়েলমি-র সিইও মাধব শেঠ জানিয়েছেন, সস্তায় ৫জি ফোন আনার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। যদিও কবে এই ফোন বাজার আসছে তা জানাননি তিনি। এর পাশাপাশি ফোনের ফিচারও গোপন রাখা হয়েছে। মাধব শেঠ শুধু জানিয়েছেন, শীঘ্রই কোম্পানি ১০০ ডলারের কম অর্থাৎ ৭০০০ টাকার মধ্যে ৫জি স্মার্টফোন আনতে চলেছে। চলতি বছরের দীপাবলিতে ৬০ লক্ষ ইউনিট পাঠানো হবে।


সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই মুহূর্তে রিয়েলমি ৫জি ফোন আনায় নজর দিচ্ছে। Narzo 30 সিরিজের লঞ্চের সময় রিয়েলমি জানিয়েছে, আগামী বছরগুলিতে ৫জি স্মার্টফোনের বাজারে গ্লোবাল লিডার হতে চাইছে সংস্থা। 


এদিকে ভারতের বাজারে একবার রিয়েলমির সস্তার ৫ জি স্মার্টফোন লঞ্চ হয়ে গেলে, প্রতিযোগিতা আরও বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি, রিলায়েন্সও কম দামে ৫জি ফোনের কথা জানিয়েছে। একই পথে চলতে পারে ভারতের বাজারে রিয়েলমির অন্যান্য প্রতিযোগীরা, যথাক্রমে- শিয়াওমি, ওপ্পো।   


সম্প্রতি বাজারে এসেছে Realme X7 Max 5G। ফোনের দাম শুরু ২৬ হাজার ৯৯৯ টাকা থেকে। ভারতের মোবাইল মার্কেটে এটা নয়া সংযোজন। তিনটে রেয়ার ক্যামেরার সঙ্গে ডাইমেনসিটি ১২০০ চিপসেট দেওয়া হয়েছে ফোনে। রয়েছে ১২০ হার্টজের রিফ্রেশ রেট। ফলে ডিসপ্লের ক্ষেত্রে চিন্তার কারণ নেই ক্রেতার। তবে ফোন বাদেও ৪৩ ও ৫০ ইঞ্চির ফোরকে টিভি এনেছে কোম্পানি। যাতে ডলবি ভিশন ছাড়াও রয়েছে ডলবি অ্যাটমোসের ফিচার।