Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি এন৫৫ (Realme N55) এবং ভিভো টি২ ৫জি (Vivo T2 5G)- এই দুই ফোন। দুটি আলাদা সংস্থার হলেই এই দুই মডেলে রয়েছে একটি মিল। জানা গিয়েছে, এই দুই ফোনই লঞ্চ হতে চলেছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর নিয়ে। এই দুই ফোনে আর কী কী ফিচার থাকতে পারে সেগুলোও একনজরে দেখে নেওয়া যাক।


রিয়েলমি এন৫৫


আগামী ১২ এপ্রিল এই ফোন ভারতে লঞ্চ হবে। এই ফোনে থাকতে চলেছে ৩৩ ওয়াটের Supervooc ফাস্ট চার্জিং সাপোর্ট। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে রিয়েলমির এই ফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে। এই ক্যামেরা সেনসরে আবার থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচারের সাপোর্ট। প্রাইম ব্লু রঙে লঞ্চ হতে পারে রিয়েলমি এন৫৫ ফোন। ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ২৯ মিনিট। 



ভিভো টি২ ৫জি

 

রিয়েলমি এন৫৫ ফোন লঞ্চের একদিন আগে ভিভো টি২ ৫জি ফোন ভারতে লঞ্চ হবে, অর্থাৎ ১১ এপ্রিল। ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ফোন। এখানে থাকতে চলেছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে। গতবছর লঞ্চ হয়েছে ভিভো টি১ ৫জি ফোন। তারই সাকসেসর মডেল এবার লঞ্চ হতে চলেছে। এই ফোনে থাকতে চলেছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। এই ক্যামেরা সেনসরে থাকবে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এছাড়াও এই ফোনে থাকবে একটি ২ মেগাপিক্সেলের Bokeh ক্যামেরা সেনসর। ভিভো টি২ ৫জি ফোনে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর থাকতে চলেছে। অ্যান্ড্রয়েড ১৩-র সাপোর্ট থাকবে এই ফোনে। আর থাকবে ৬ জিবি র‍্যামের সাপোর্ট।

 

ভারতে হাজির ভিভোর নয়া ফোন

 

ভিভো ওয়াই১০০এ ফোন ভারতে লঞ্চ হয়েছে। ভারতে এই ফোনের দাম এখনও ঘোষণা করা হয়নি। তবে অনুমান এই ফোনের দাম ২০ হাজার টাকার আশপাশে থাকবে। Metal Black, Twilight Gold, Pacific Blue- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই১০০এ ফোন। কালো মডেল ছাড়া বাকি দুই মডেলের ফোনের রেয়ার প্যানেলে কালার চেঞ্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। অফলাইন এবং অনলাইন- দু'ভাবেই এই ফোন কেনা যাবে। এই ডিভাইস একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ভিভোর নতুন ফোনে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের FlashCharge সাপোর্ট রয়েছে। শূন্য থেকে ৩০ শতাংশ চার্জ হবে মাত্র ১৫ মিনিটে।