Realme Narzo 60 Series: রিয়েলমি নারজো ৬০ সিরিজ (Realme Narzo 60 Series) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৬ জুলাই। এই স্মার্টফোন সিরিজে রিয়েলমি নারজো ৬০ ৫জি (Realme Narzo 60 5G) এবং রিয়েলমি নারজো ৬০ প্রো ৫জি- (Realme Narzo 60 Pro 5G) এই দুই ফোন লঞ্চ হতে চলেছে। সম্প্রতি এই ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। 


ভারতে রিয়েলমি নারজো ৬০ সিরিজের দাম কত হতে পারে


ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে প্রকাশিত একটি কার্ডে দেখা গিয়েছে ভারতে রিয়েলমি নারজো ৬০ সিরিজের ফোনের দাম শুরু হতে চলেছে ১৭,৯৯৯ টাকা থেকে। তবে এই কার্ড প্রকাশের পরেই তা তুলে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন এই ফোনের দাম ভুল করে প্রকাশ্যে এসে গিয়েছিল। 


রিয়েলমি নারজো ৬০ সিরিজের স্টোরেজ


শোনা গিয়েছে, এই সিরিজের ফোনে ১ টিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। তার ফলে ২,৫০,০০০ ছবি ফোনে সেভ রাখা যাবে। অনেকে আবার বলছেন, মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ইন্টারনাল স্টোরেজের পরিমাণ বাড়ানো যাবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোনগুলি কেনা যাবে। কার্ভড ডিসপ্লে নিয়ে লঞ্চ হতে পারে রিয়েলমি নারজো ৬০ সিরিজ। 


ক্যামেরা স্পেসিফিকেশন


রিয়েলমি নারজো ৬০ ৫জি ফোন অর্থাৎ বেস মডেলে ১০০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। ভ্যানিলা বা বেস মডেলের ডিজাইন রিয়েলমি ১১ ৫জি ফোনের মতো হতে পারে। আগামী ৬ জুলাই ভারতীয় সময় দুপুর ১২টায় লঞ্চ হবে রিয়েলমি নারজো ৬০ সিরিজ। 


রিয়েলমি নারজো ৬০ সিরিজের ফোনের অন্যান্য সম্ভাব্য ডিজাইন ও স্পেসিফিকেশন



  • এই ফোনে থাকতে পারে কার্ভড ডিসপ্লে। অ্যামাজনের টিজারে তেমনই প্রকাশ্যে এসেছে। ৬১ ডিগ্রি কার্ভড ডিসপ্লে থাকতে পারে রিয়েলমি নারজো ৬০ সিরিজের ফোনে। এর সঙ্গে থাকতে পারে narrow bezels ফিচারের সাপোর্ট।

  • রিয়েলমি নারজো ৬০ সিরিজে থাকতে পারে রিয়েলমি নারজো ৬০ এবং রিয়েলমি নারজো ৬০ প্রো- এই দুই মডেল। এর মধ্যে বেস মডেলে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০২০ প্রসেসর এবং ৮ জিবি র‍্যাম। শোনা গিয়েছে, ৮ জিবি র‍্যাম থাকতে পারে এই স্মার্টফোন সিরিজের ফোনে। 

  • লঞ্চের পর রিয়েলমি নারজো ৬০ সিরিজের দু'টি ফোন অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কেনা যাবে, একথা মোটামুটি স্পষ্ট। রিয়েলমি নারজো ৬০ ৫জি ফোনে ৬.৪৩ ইঞ্চির Super AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ।

  • এছাড়াও এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন- অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন