Realme Narzo 70 5G: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো ৭০ ৫জি ফোন (Realme Narzo 70 5G)। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট। এটি একটি IP54 রেটিং যুক্ত ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ফোন (Dust And Splash Resistance Phone)। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় সহজে ফোন নষ্ট হবে না। এছাড়াও রিয়েলমি নারজো ৭০ ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে ডায়নামিক র‍্যামের ফিচারও রয়েছে। 


ভারতে রিয়েলমি নারজো ৭০ ৫জি ফোনের দাম কত 


এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত কনফিগারেশনের দাম ১৫,৯৯৯ টাক। Forest Green এবং Ice Blue- এই দুই রঙে কেনা যাবে ফোনটি। 


রিয়েলমি নারজো ৭০ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে 



  • ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড realme UI 5.0 skin- এর সাহায্যে পরিচালিত হবে ফোন। তিন বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এই ফোনে। আর সঙ্গে থাকবে দু'বছরের সফটওয়্যার আপডেট। এমনটাই দাবি করেছে সংস্থা। 

  • এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট সর্বোচ্চ ১২০ হার্টজ। 

  • এই ফোনে একটি ৬এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর রয়েছে। 

  • রিয়েলমি নারজো ৭০ ৫জি ফোনে থাকা ডায়নামিক র‍্যাম ফিচারের সাহায্যে অনবোর্ড মেমোরির পরিমাণ ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে রিয়েলমি নারজো ৭০ ৫জি ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর রয়েছে।

  • ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 

  • এই ফোনে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

  • রিয়েলমির এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট রয়েছে। একবার পুরো চার্জ দিলে এই ফোনের ব্যাটারি ৫১৮ ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দিতে পারবে বলে দাবি করেছে রিয়েলমি সংস্থা। 

  • রিয়েলমি নারজো সিরিজের এই ৫জি ফোনে ১০০ শতাংশ চার্জ হতে (শূন্য থেকে) মাত্র ৬১ মিনিট সময় লাগবে। 

  • এই ফোনে রয়েছে হাই রেজোলিউশনের অডিয়ো সার্টিফিকেশন যুক্ত ডুয়াল স্টিরিও স্পিকার। এছাড়াও রয়েছে Rainwater Smart Touch ফিচারের সাপোর্ট। ভেজা হাতে ফোন ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে এই বিশেষ ফিচারের সাহায্যে। 


আরও পড়ুন- ভারতে হাজির বোট স্টর্ম কল ৩, নতুন স্মার্টওয়াচের দাম কত? কী কী ফিচার নজর কাড়বে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।