Realme Smartphone: চলতি বছর মে মাসে লঞ্চ হয়েছিল রিয়েলমি নারজো এন৫৩ (Realme Narzo N53)। এই ফোন পুনরায় ভারতে লঞ্চ হয়েছে নতুন র‍্যাম ভ্যারিয়েন্ট নিয়ে। এবারের মডেলে ৮ জিবি র‍্যাম (8 GB RAM) রয়েছে। এর সঙ্গে রয়েছে ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ। ফেদার ব্ল্যাক এবং ফেদার গোল্ড- এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো এন৫৩ ফোন। এই মডেলে একটি অক্টা-কোর প্রসেসর রয়েছে। এছাড়াও আছে SuperVOOC চার্জিং সাপোর্ট। রিয়েলমি নারজো এন৫৩ ফোনে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ।


রিয়েলমি নারজো এন৫৩ ফোনের নতুন ভ্যারিয়েন্টের দাম 


ভারতে রিয়েলমি নারজো এন৫৩ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১১,৯৯৯ টাকা। এর আগে লঞ্চের সময় এই ফোন বাজারে আত্মপ্রকাশ করেছিল আরও দুটো ভ্যারিয়েন্টে। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে রিয়েলমি নারজো এন৫৩ ফোন লঞ্চ হয়েছিল। এই দুই মডেলের দাম যথাক্রমে ৮৯৯৯ টাকা এবং ১০,৯৯৯ টাকা। 


রিয়েলমি নারজো এন৫৩ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।

  • এই ফোনে একটি অক্টা-কোর Unisoc T612 SoC প্রসেসর রয়েছে। 

  • রিয়েলমির এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ বেসড Realme UI 4.0- এর সাহয্যে। 

  • রিয়েলমি নারজো এন৫৩ ফোনে রয়েছে মিনি ক্যাপস্যুল ফিচার। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের এআই ফিচার যুক্ত প্রাইমারি সেনসর রয়েছে।

  • ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট রয়েছে। 

  • এই চার্জিং সিস্টেমের সাহায্যে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট, দাবি সংস্থার। 

  • এই ফোনের সাইডের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এখানে ব্লুটুথ ৫.০- র সাপোর্ট রয়েছে। 

  • এছাড়াও রয়েছে জিপিএস, ৪জি কানেক্টিভিটি, টাইপ- সি ইউএসবি পোর্ট, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। 


ভিভোর নতুন ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে


ভিভো ওয়াই২০০ (Vivo Y200 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। Jungle Green এবং Desert Gold- এই দুই রঙে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই২০০ ফোন। কেনা যাবে ভিভো ইন্ডিয়ার ই-স্টোর, ফ্লিপকার্ট, অ্যামাজন এবং নির্দিষ্ট রিটেল স্টোর থেকে। 


আরও পড়ুন- ভারতে হাজির ভিভোর নতুন ৫জি ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে? দাম কত?