Vivo Smartphone: ভিভো ওয়াই২০০ (Vivo Y200 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম। এছাড়াও এই ফোনে রয়েছে Extended RAM ফিচার। অর্থাৎ র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব ভার্চুয়াল ভাবে, ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের মাধ্যমে। দুটো রঙে লঞ্চ হয়েছে ভিভোর (Vivo Y Series) এই ফোন। এখানে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে। ভিভো ওয়াই২০০ ফোনে একটি ৬৪ মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৪৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল ভিভো ওয়াই১০০ ফোন। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই২০০। 


ভারতে ভিভো ওয়াই২০০ ফোনের দাম


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। Jungle Green এবং Desert Gold- এই দুই রঙে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই২০০ ফোন। কেনা যাবে ভিভো ইন্ডিয়ার ই-স্টোর, ফ্লিপকার্ট, অ্যামাজন এবং নির্দিষ্ট রিটেল স্টোর থেকে। 


ভিভো ওয়াই২০০ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট। এছাড়া এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ বেসড Funtouch OS 13- এর সাহায্যে। 

  • ভিভো ওয়াই সিরিজের এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লেতে রয়েছে HDR10+ সাপোর্ট। এটি একটি কার্ভড ডিসপ্লে। 

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত) এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। একাধিক ক্যামেরা মোড রয়েছে এই ফোনের ক্যামেরা মডিউলে।

  • অথেনটিফিকেশনের জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এই ফোন IP54 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল এবং ধুলোয় ফোন নষ্ট হবে না। 

  • এই ৫জি ফোনে রয়েছে একটি ৪৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের ওজন প্রায় ১৯০ গ্রাম। ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৫.২ সাপোর্ট রয়েছে এই ফোনে। 


আরও পড়ুন- ওয়ানপ্লাস ওপেন- ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ হল ভারতে, দাম ১ লাখেরও বেশি !