Realme Narzo N53: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো এ৫৩ (Realme Narzo N53) ফোন। এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর Unisoc T612 চিপসেট। দুটো রঙ এবং স্টোরেজ অপশনে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমির নতুন ফোন। জানা গিয়েছে, এই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়েলমি নারজো এন৫৩ ফোনে রয়েছে মিনি ক্যাপস্যুল (Mini Capsule) ফিচার। এই ফিচার অনেকটা আইফোন ১৪ প্রো মডেলে ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো।

ভারতে রিয়েলমি নারজো এন৫৩ ফোনের দাম

ফেদার ব্ল্যাক এবং ফেদার গোল্ড রঙে লঞ্চ হয়েছে এই ফোন। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে রিয়েলমি নারজো এন৫৩ ফোন লঞ্চ হয়েছে। এই দুই মডেলের দাম যথাক্রমে ৮৯৯৯ টাকা এবং ১০,৯৯৯ টাকা। 

রিয়েলমি নারজো এন৫৩ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের AI প্রাইমারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • রিয়েলমি সংস্থার দাবি শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। 

Samsung Galaxy F54 5G: স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোন ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোনের রিটেল বক্স প্রাইস হতে পারে ৩৫,৯৯৯ টাকা। এটি টপ ভ্যারিয়েন্ট হতে চলেছে যেখানে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। অন্যদিকে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি 'এফ' সিরিজের এই ফোনে সংস্থার নিজস্ব Exynos 1380 SoC থাকতে চলেছে। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। এছাড়াও এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও থাকতে পারে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। 

আরও পড়ুন- ত্বকের জেল্লা ফেরাবে সুগার স্ক্রাব, চিনির সঙ্গে কী কী উপকরণ মিশিয়ে তৈরি করতে পারবেন এই স্ক্রাব?