Realme Narzo N55: রিয়েলমি নারজো এন৫৫ (Realme Narzo N55) ফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ভারতে। এই প্রথম রিয়েলমি নারজো এন সিরিজের (Realme Narzo N Series) কোনও ফোন ভারতে লঞ্চ হবে। যদিও রিয়েলমি সংস্থা এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। চলতি বছর রিয়েলমি সংস্থার অনেকগুলো ফোনই লঞ্চ হয়েছে এবং আগামী দিনেও হবে। সম্প্রতি লঞ্চ হয়েছে রিয়েলমি সি৫৫ ফোন যেখানে আবার রয়েছে মিনি ক্যাপস্যুল ফিচার। আগামী ৩ এপ্রিল রিয়েলমি জিটি নিও ৫ এসই লঞ্চের সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, এবার আসছে রিয়েলমি এন৫৫ ফোন। এপ্রিল মাসের দ্বিতীয় ভাগে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।
প্রাইম ব্ল্যাক এবং প্রাইম ব্লু- এই দুই রঙে রিয়েলমি নারজো এন৫৫ ফোন লঞ্চ হতে পারে। চারটি স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ও ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে রিয়েলমি নারজো এন৫৫ ফোন লঞ্চ হতে পারে। এই ফোনের দাম সম্পর্কে নির্দিষ্ট ভাবে কিছু জানা না গেলেও অনুমান করা হচ্ছে রিয়েলমি নারজো এন সিরিজের ভারতে লঞ্চ হতে চলা প্রথম মডেলের দাম মাঝামাঝি রেঞ্জে হতে পারে।
Vivo T2 5G Series: ভারতে ভিভো সংস্থা তাদের 'টি' সিরিজের (Vivo Smartphone) নতুন ফোন লঞ্চ করতে চলেছে। শোনা যাচ্ছে, এবার লঞ্চ হতে পারে ভিভো টি২ ৫জি সিরিজ। এপ্রিল মাসে এই স্মার্টফোন (Smartphone) সিরিজ লঞ্চের সম্ভাবনা রয়েছে। গতবছর লঞ্চ হয়েছিল ভিভো টি১ ৫জি। এবার তারই সাকসেসর মডেল আসতে চলেছে। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, এই স্মার্টফোন সিরিজে ভিভো টি২ ৫জি এবং ভিভো টি২এক্স ৫জি- এই দুই ফোন লঞ্চ হতে পারে।
Moto G13: ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলার নতুন বাজেট স্মার্টফোন (Motorola Budget Smartphone) মোটো জি১৩। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৪৯৯ টাকা। অন্যদিকে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা।
আরও পড়ুন- ভিভো টি২ সিরিজ লঞ্চ হতে পারে ভারতে, দাম কত হতে পারে?