Realme Phones: রিয়েলমি নারজো এন৬১ ফোন (Realme Narzo N61) লঞ্চ হবে ভারতে। আগামী ২৯ জুলাই দুপুর ১২টায় এই ফোন লঞ্চ হবে দেশে। এক্স মাধ্যমে রিয়েলমি (Realme Smartphones) সংস্থা এই তথ্য জানিয়েছে। ইতিমধ্যেই ফোনের ডিজাইন এবং কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। ভারতে লঞ্চের পর রিয়েলমি নারজো এন৬১ ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। রিয়েলমি নারজো এন৬১ ফোন কালো এবং নীল রঙে লঞ্চ হতে পারে। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে রিয়েলমির এই ফোনে। এই ডিভাইস IP54 রেটিং যুক্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে রিয়েলমি নারজো এন৬১ ফোন। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না এই ফোন। রিয়েলমি এই ফোনে Rainwater Smart Touch ফিচার থাকবে। তার ফলে বৃষ্টির মধ্যে কিংবা ভেজা হাতে এই ফোন ব্যবহার করা যাবে।
রিয়েলমির আর কী কী ফোন লঞ্চ হতে চলেছে ভারতে
রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজ লঞ্চ হতে চলেছে ভারতে। এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হবে রিয়েলমি ১৩ প্রো ৫জি এবং রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি - এই দুই ফোন। রিয়েলমি ১২ প্রো ৫জি এবং রিয়েলমি ১২ প্রো প্লাস ৫জি- এই দুই ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের ফোনগুলি। আগামী ৩০ জুলাই দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের দুই ফোন। রিয়েলমি সংস্থাই তাদের ওয়েবসাইটে জানিয়েছে এই তথ্য। ভেগান লেদার ফিনিশের সঙ্গে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের ফোনে প্যাটার্ন যুক্ত গ্লাস কভারও থাকবে।
জুলাই মাসের শুরুতেই লঞ্চ হয়েছে রিয়েলমির আরও একটি ফোন
ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে বাজেট স্মার্টফোন। বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের ফোনের দাম ১০ হাজার টাকার কম হয়। একাধিক সংস্থা ইতিমধ্যেই ভারতে ১০ হাজার টাকার কম দামে অসংখ্য ফোন লঞ্চ করেছে। এমনকি ৫জি ফোনও রয়েছে ১০ হাজার টাকার কমে। এছাড়াও বিভিন্ন সংস্থা ৪জি ফোন তো রয়েইছে এই তালিকায়। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৬৩ ফোন। রিয়েলমি সি সিরিজের এই ৪জি ফোনের দাম ১০ হাজার টাকার কম। তবে দাম কম হলেও এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও রয়েছে ৬.৭ ইঞ্চির স্ক্রিন। অর্থাৎ শক্তিশালী ব্যাটারি এবং বড় সাইজের ডিসপ্লের ফোন আপনি কিনতে পারবেন ১০ হাজার টাকার কম দামেই। যাঁরা গেম খেলতে পছন্দ করেন তাঁদের জন্য স্মার্টফোনে বড় সাইজের ডিসপ্লে এবং দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখতে পারে এমন শক্তিশালী ব্যাটারি খুবই প্রয়োজনীয়। এই দুই ফিচার পাবেন এই ফোনে।
আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হবে ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ফোন? কী কী ফিচার থাকতে পারে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।