Realme P Series Smartphones: ভারতে রিয়েলমি সংস্থা তাদের নতুন'পি' সিরিজের (Realme P Series) ফোন লঞ্চ করবে, একথা আগেই শোনা গিয়েছিল। এবার জানা গেল ভারতে আসছে রিয়েলমি পি১ ৫জি সিরিজ (Realme P1 5G Series)। এই স্মার্টফোন সিরিজের মধ্যে রিয়েলমি পি১ ৫জি (Realme P1 5G) এবং রিয়েলমি পি১ প্রো ৫জি (Realme P1 Pro 5G) - এই দুই ফোন লঞ্চ হবে। রিয়েলমি ইন্ডিয়ার তরফে ঘোষণা করা হয়েছে আগামী ১৫ এপ্রিল দুপুর ১২টায় এই দুই ফোন লঞ্চ হবে। দেশে লঞ্চের পর ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে রিয়েলমি পি১ ৫জি সিরিজের ফোনগুলি এক্সক্লুসিভ ভাবে কেনা যাবে। এর আগে বলা হয়েছিল রিয়েলমি পি১ ৫জি সিরিজের ফোনগুলি শুধুমাত্র ভারতের জন্যই ডিজাইন করে তৈরি করা হয়েছে। 


রিয়েলমি পি১ ৫জি ফোন সম্পর্কে কী কী তথ্য জানা গিয়েছে ইতিমধ্যেই 


ভারতে রিয়েলমি পি১ ৫জি ফোনের দাম ১৫ হাজার টাকার মধ্যে হবে বলে শোনা গিয়েছে। রিয়েলমি সংস্থার দাবি, এই দামের মধ্যে রিয়েলমি পি১ ৫জি- ই প্রথম এমন ফোন লঞ্চ হতে চলেছে যেখানে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে থাকতে চলেছে। এছাড়াও এই ডিসপ্লেতে যুক্ত থাকবে TUV Rheinland আই প্রোটেকশন সার্টিফিকেশন। অর্থাৎ এই ফোনের ডিসপ্লে দীর্ঘক্ষণ দেখলেও ইউজারের চোখে তার খারাপ প্রভাব পড়বে না। রিয়েলমি পি১ ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে সাতটি স্তরের VC কুলিং সিস্টেম থাকবে। তার ফলে ফোনে একটানা ভিডিও দেখলে কিংবা গেম খেললেও ডিভাইস খুব একটা গরম হবে না। কারণ অতিরিক্ত তাপ নির্গত হয়ে যাবে ওই সাত স্তরীয় VC কুলিংস সিস্টেমের মাধ্যমে। 


এখনও পর্যন্ত রিয়েলমি পি১ প্রো ৫জি ফোন সম্পর্কে কী কী তথ্য প্রকাশ্যে এসেছে 


শোনা যাচ্ছে, রিয়েলমি পি১ প্রো ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত একটি AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনে থাকতে চলেছে ProXDR সাপোর্ট এবং TUV সার্টিফিকেশন। রিয়েলমির এই ফোনের দাম ২০ হাজার টাকার মধ্যে হবে বলে শোনা যাচ্ছে। এখানে থাকতে চলেছে একটি 3D VC কুলিং সিস্টেম। এছাড়াও রিয়েলমি পি১ প্রো ৫জি ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট থাকবে বলে শোনা গিয়েছে। আর থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে রেনওয়াটার টাচ ফিচার রয়েছে। এর মাধ্যমে ইউজাররা বৃষ্টির মধ্যে থাকাকালীন কিংবা হাত ভেজা অবস্থায় ফোনের ডিসপ্লে ব্যবহার করতে পারবেন। 


আরও পড়ুন- ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে 'বোট'- এর ডিভাইস ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ! আপনি সুরক্ষিত রয়েছেন তো ? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।