Realme Phone: রিয়েলমি ১৪এক্স ৫জি ফোন (Realme 14x 5G) লঞ্চ হয়েছে ভারতে। এই ৫জি ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার (Dust And Water) রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল এবং ধুলোয় সহজে ফোন নষ্ট হবে না। রিয়েলমির এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। এছাড়াও রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। রেনওয়াটার স্মার্ট টাচও (Raiwater Smart Touch) পাবেন এই ফোনে, যার সাহায্যে ভেজা হাতেও ফোনের স্ক্রিন ব্যবহার করা যাবে। এছাড়াও রিয়েলমি ১৪এক্স ৫জি ফোনে রয়েছে SonicWave Water Ejection ফিচার। এই ফিচারের সাহায্যে ফোনের স্পিকারের ভাইব্রেশনের মাধ্যমে ডিভাইসে ঢুকে যাওয়া অতিরিক্ত জল বের করা সম্ভব। এর পাশাপাশি রিয়েলমির এই ৫জি ফোন অতিরিক্ত তাপমাত্রাতেও যাতে কার্যকর থাকতে পারে তেমন ফিচার থাকবে এই ডিভাইসে। 


রিয়েলমি ১৪এক্স ৫জি ফোনের দাম 


এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৫,৯৯৯ টাকা। আপাতত ফ্লিপকার্ট, রিয়েলমি ইন্ডিয়া ই-স্টোর থেকে এই ফোন কেনা যাবে অনলাইনে। এছাড়াও অফলাইনে রিয়েলমির নতুন ৫জি ফোন কিনতে পারবেন আপনি। ক্রিস্টাল ব্ল্যাক, গোল্ডেন গ্লো, জুয়েল রেড- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ১৪এক্স ৫জি ফোন। 


রিয়েলমি ১৪এক্স ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে, একনজরে দেখে নিন 



  • এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে ভার্চুয়াল র‍্যামের ফিচার। এর সাহায্যে ১০ জিবি পর্যন্ত র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব। অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট পাওয়া যাবে রিয়েলমি ১৪এক্স ৫জি ফোনে। 

  • রিয়েলমির এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি সেকেন্ডারি সেনসর। আর ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 

  • রিয়েলমি ১৪এক্স ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও হাই রেজোলিউশনের অডিও সাপোর্ট পাওয়া যাবে রিয়েলমি ১৪এক্স ৫জি ফোনে। 


আরও পড়ুন- বছরশেষে ফোন কেনার পরিকল্পনা রয়েছে? কম বাজেটেই মিলবে এই ৫জি ফোন 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।