Realme Smartphones: নতুন বছরে ইউজারদের জন্য সুখবর দিল রিয়েলমি (Realme) সংস্থা। শোনা যাচ্ছে, আগামী ৩ জানুয়ারি ইউজারদের জন্য ভারতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে রিয়েলমি কর্তৃপক্ষ। প্রসঙ্গত উল্লেখ্য, রিয়েলমি সংস্থা ডিসেম্বর (২০২৩) মাসেই ভারতে লঞ্চ করেছে রিয়েলমি সি৬৭ ৫জি এবং রিয়েলমি সি৬৭ ৪জি ফোন। অনুমান করা হচ্ছে, জানুয়ারি মাসে ভারতে রিয়েলমি ১২ সিরিজ (Realm 12 Series) অথবা রিয়েলমি জিটি ৫ প্রো (Realme GT 5 Pro) ফোন লঞ্চ হতে পারে। এই দুই ফোন ২০২৩ সালের ডিসেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছে। এবার হয়তো আসতে পারে ভারতের বাজারে। নতুন বছরের প্রথম দিন সকালে এক্স মাধ্যমে, রিয়েলমি সংস্থা জানিয়েছে, আগামী জানুয়ারি সন্ধে ৭টা ৩০মিনিটে (ভারতীয় সময়) নয়া ফোন ভারতে লঞ্চ করতে পারে তারা। সাধারণত ফোনের মডেল লঞ্চের কথা জানা গেলেও দিনক্ষণ প্রকাশ্যে আসে পরে। এক্ষেত্রে হয়েছে উল্টোটা। রিয়েলমি সংস্থা নতুন ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ করলেও নতুন ফোনের মডেল সম্পর্কে কিছু ঘোষণা করেনি। এমনকি কোনও ছবিও ফাঁস হয়নি যা দেখে ফোনের ডিজাইন সম্পর্কে আভাস পাওয়া যায়। 



প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকের মতে, ভারতে রিয়েলমি সংস্থা ৩ জানুয়ারি রিয়েলমি ১২ প্রো এবং রিয়েলমি ১২ প্রো প্লাস- এই দুই ফোন লঞ্চ করতে পারে। সম্প্রতি এই দুই ফোনের নাম দেখা গিয়েছে Telecommunications and Digital Government Regulatory Authority (TDRA)- এর ওয়েবসাইটে। সেখানে বলা হয়েছে খুব তাড়াতাড়ি এই দুই ফোন লঞ্চ হতে চলেছে। রিয়েলমির এই দুই ফোনে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করবে বলে জানিয়েছে। এর আগে রিয়েলমি ১২ প্রো সিরিজের এই দুই ফোনের নাম ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটেও দেখা গিয়েছে। তার থেকেই অনুমান করা হয়েছিল যে ভারতে বাজারে এই দুই ফোন লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। তবে রিয়েলমি সংস্থা আনুষ্ঠানিক ভাবে কোনও কিছুই ঘোষণা করেনি। 


অন্যদিকে রিয়েলমি সংস্থা একটি নতুন স্মার্টফোন ভারতে লঞ্চ করতে চলেছে একথা আগেও শোনা গিয়েছে। এই ফোনে একটি পেরিস্কোপ জুম ক্যামেরা থাকবে বলেও শোনা গিয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকেরই অনুমান, রিয়েলমি ১২ প্রো প্লাস ফোন লঞ্চ হতে চলেছে। এই ফোন রিয়েলমি ১১ প্রো প্লাস ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে, ভারতে এবছর অর্থাৎ ২০২৩ সালে জুলাই মাসে রিয়েলমি ১১ প্রো প্লাস ফোন ভারতে লঞ্চ হয়েছিল।


আরও পড়ুন- ছিপ ফেলে মাছ ধরার মতোই ওঁৎ পেতে রয়েছে স্ক্যামাররা, সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি মূল মাধ্যম, সতর্ক থাকবেন কীভাবে? জানাচ্ছেন সাইবার বিশেষজ্ঞ