Realme Phones: রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোন (Realme Narzo N65 5G) লঞ্চ হয়েছে ভারতে। রিয়েলমি সংস্থার নারজো সিরিজের (Realme Narzo Series) এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ প্রসেসর। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট (Dust and Splash Resistance) ডিভাইস। রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোনের ডিসপ্লেতে পাওয়া যাবে এইচডি প্লাস রেজোলিউশন। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে থাকছে মিনি ক্যাপস্যুল ২.০ ফিচারের সাপোর্ট। রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। আর রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 


ভারতে রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোনের দাম এবং কোথা থেকে কেনা যাবে 


এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ১২,৪৯৯ টাকা। Amber Gold এবং Deep Green- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোন। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট এবং রিয়েলমি ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। আগামী ৩১ মে দুপুর ১২টা থেকে রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোনের বিক্রি শুরু হবে ভারতে। ফোনের বিক্রি শুরুর দিনেই একটা ১০০০ টাকা কুপন ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। তার ফলে রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোনের বেস মডেলের দাম কমে হবে ১০,৪৯৯ টাকা। 


রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে দেখে নিন 



  • ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড realme UI 5.0 skin- এর সাহায্যে।

  • রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির একটি ডিসপ্লে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এবং ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 

  • ডায়নামিক র‍্যাম ফিচারের সাপোর্টে এই ফোনের ইনবিল্ট র‍্যামের পরিমাণ ১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

  • রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। 

  • ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 

  • এই ফোনের ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজে রপরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

  • রেনওয়াটার স্মার্ট টাচ ফিচার রয়েছে এই ফোনে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

  • এছাড়াও রয়েছে কুইক চার্জ ফিচারের সাপোর্ট। একবার পুরো চার্জ দিলে পাওয়া যাবে ২৮ দিনের স্ট্যান্ডবাই টাইম। 


আরও পড়ুন- ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।