Layoffs: এবার কর্মী ছাঁটাই (Layoffs) হতে চলেছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট Reddit- এ। সম্প্রতি এই সংস্থা কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যম এবং সংবাদসংস্থা অনুসারে Reddit সংস্থা তাদের ওয়ার্কফোর্সের ৫ শতাংশ কমাতে চলেছে। এর ফলে প্রায় ৯০ জন কর্মী একসঙ্গে চাকরি খোয়াতে পারেন। বর্তমানে Reddit সংস্থায় কর্মী সংখ্যা ২০০০- এর আশপাশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যবহার রয়েছে Reddit- এর। সোশ্যাল মিডিয়া মাধ্যম হিসেবে যথেষ্ট জনপ্রিয় এই প্ল্যাটফর্ম। Reddit সংস্থার চিফ এক্সিকিউটিভ স্টিভ হাফম্যান এই ছাঁটাইয়ের কথা কর্মীদের জানিয়েছেন। ২০২২ সালের শেষভাগ থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে কর্মী ছাঁটাই প্রক্রিয়া। প্রযুক্তি সংস্থাগুলির মধ্যে যারা প্রথম সারিতে রয়েছে, তাদের বেশিরভাগই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছে। এই তালিকায় গুগল, অ্যামাজন, মেটা ও অন্যান্য আরও অনেক নামিদামি সংস্থা রয়েছে। এবার এই দলেই নাম জুড়ল Reddit সংস্থার। 





মিউজিক টেক ফার্ম Spotify-তে কর্মী ছাঁটাই


বিশ্বব্যাপী মন্দার আবহে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল আরও এক কোম্পানি। এবার এই তালিকায় নাম লেখাল এক মিউজিক টেক ফার্ম।  Spotify ঘোষণা করেছে, পডকাস্ট বিভাগে ২০০ কর্মী ছাঁটাই করেছে সংস্থা। মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই সোমবার ঘোষণা করেছে, কর্পোরেট রিসাফল বা কোম্পানির পরিকাঠামো পুনর্গঠনের অংশ হিসাবে পডকাস্ট বিভাগ থেকে ২০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। পরিসংখ্যান বলছে এই ছাঁটাই শতাংশের ভিত্তিতে কোম্পানির ওয়ার্কফোর্সের ২ শতাংশ। ইতিমধ্যেই যাদের ছাঁটাই করা হয়েছে, তাদের এইচআর থেকে ইমেল পাঠানো হয়েছে। সংস্থা জানিয়েছে, চাকরি গেলেও কোম্পানি ছাঁটাই কর্মীর বর্ধিত স্বাস্থ্যপরিষেবা কভারেজ ও আউটপ্লেসমেন্ট সাপোর্টের জন্য ভাল প্যাকেজ দিয়ে সাহায্য় করবে কোম্পানি। 


শুধু প্রযুক্তি সংস্থা নয়, ছাঁটাই গাড়ির কোম্পানিতেও


প্রযুক্তি, ই-কমার্স সংস্থার পর এবার বড় ছাঁটাই হতে চলেছে গাড়ি কোম্পানিতে। সম্প্রতি এমনই ঘোষণা করেছে বিশ্বের বিলাসবহুল ব্র্যান্ডের গাড়ি প্রস্তুতকারী কোম্পানি রোলস রয়েস (Rolls-Royce Layoffs)। সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, কোম্পানি বড় ছাঁটাই করতে পারে। যাতে কাজ হারাবেন হাজার হাজার কর্মী। টাইমস জানিয়েছে, এই কর্মী ছাঁটাইয়ের জন্য  বিলাসবহুল গাড়ি নির্মাতা ম্যাককিনসে অ্যান্ড কোম্পানিকে পরামর্শদাতা হিসাবে নিয়োগ করেছে। ঠিক কতজন কর্মী ছাঁটাইয়ের পরও কোম্পানি স্বাভাবিক কাজ চালিয়ে যেতে পারবে তা জানতে চেয়েছে সংস্থা। রিপোর্ট বলছে, সংস্থা বিশ্বব্যাপী ৩০০০ কর্মী ছাঁটাই করার কথা স্থির করেছে। মূলত বিশ্বব্যাপী মন্দার আবহে কোম্পানির কাজ আরও  উন্নত করতেই এই ছাঁটাই করা হবে। 


আরও পড়ুন- অফিসের কাজের চাপে একঘেয়ে জীবন, কীভাবে থাকবেন হাসিখুশি-প্রাণোচ্ছ্বল? রইল সহজ কিছু টিপস