নয়াদিল্লি: আর কোনও জল্পনা রইল না। শাওমি(Xiaomi)জানিয়ে দিয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে তাদের নতুন ফোন রেডমি ১০ প্রাইম(Redmi 10 Prime)। নিজেই এই খবর জানিয়েছেন শাওমি ইন্ডিয়ার চিফ মনু জৈন।


ফোন নিয়ে কী বলছেন কোম্পানির প্রধান ? (Redmi 10 Prime Launch)                                                                                                 


ফোনের বিষয়ে আগেই টিজার ছেড়েছিলেন শাওমি ইন্ডিয়ার প্রধান। এবার আর কোনও রাখঢাক করলেন না তিনি। ট্যুইটে মনু জৈন জানিয়েছেন, আগামী ৩ সেপ্টেম্বর লঞ্চ হবে রেডমি ১০ প্রাইম। কিছুদিন আগেই এসআইজি ব্লুটুথ ভেরিফিকেশনে গিয়েছিল শাওমির এই ফোন। এরপর থেকেই ফোনের বিভিন্ন লিকস সামনে আসতে থাকে।


রেডমি ১০ প্রাইমের সম্ভাব্য দাম (Redmi 10 Prime Price)
চলতি বছরে প্রথম থেকেই Redmi 10 সিরিজের ওপর জোর দেয় শাওমি। মার্চেই লঞ্চ করা হয়, Redmi Note 10, Note 10 Pro ও Note 10 Pro Max-এর মতো মডেল।এবার ভারতের বাজারে রেডমি নোট ১০-এর অপেক্ষাকৃত কম উন্নত  মডেল নিয়ে আসছে চিনা কোম্পানি। ভরাতের বুকে সেটাই হবে Redmi 10 Prime।


মনে করা হচ্ছে দেশে ১২,০০০ টাকার মধ্যে পাওয়া যাবে এই ফোন। রেডমি নোট প্রাইমের গ্রোবাল ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৭৯ডলার। মানে ভারতীয় মুদ্রায় ১৩,৩০০ টাকা। বেস ভ্যারিয়েন্ট ৪জিবি ৬৪ জিবি স্টোরেজ অপশনের জন্য রাখা হয়েছে এই দাম। পাশাপাশি ৪জিবি ১২৮ জিবি মডেলের দাম রাখা হয়েছে ১৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় যা ১৪,৮০০ টাকা। কোম্পানি টপ ভ্যারিয়েন্টের দাম রেখেছে ২১৯ ডলার। যা ভারতীয় মুদ্রায় ১৬,৬০০ টাকার সমান। এ সবই ফোনের সম্ভাব্য দাম। অফিশিয়াল লঞ্চের সময় ফোনের আসল দাম জানা যাবে।


রেডমি ১০ প্রাইমের সম্ভাব্য স্পেসিফিকেশন (Redmi 10 Prime specifications)
বিভিন্ন টেক সাইটের লিকস থেকে মনে হচ্ছে, Redmi Note 10S-এর আদলে তৈরি হয়েছে এই স্মার্টফোন।ফোনে মিডিয়াটেকের প্রসেসর থাকার কথা নিশ্চিত হয়েছিল আগেই। তবে কোন প্রসেসর দেওয়া হচ্ছে তা এখনও জানায়নি কোম্পানি। ফোনে হাই রিফ্রেস রেট ছাড়াও বেশি শক্তির ব্যাটারি দেওয়ার কথা জানিয়েছে টেক সাইটগুলি।৬.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ছাড়াও ৯০ হার্টজের রিফ্রেস রেট থাকতে পারে নতুন মডেলে।MediaTek Helio G88 থাকতে পারে রেডমির নতুন ফোনে। যার বেস ভ্যারিয়েন্ট হতে চলেছে ৬জিবি ১২৮ জিবি স্টোরেজ সম্পন্ন।


ক্যামেরা কেমন হবে রেডমি ১০ প্রাইমের ?(Redmi 10 Prime Cameras)
নতুন ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দিতে পারে কোম্পানি। সঙ্গে থাকতে পারে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। বাকি ২ মেগার ডেপথ ও ম্যাক্রো শ্যুটার দিতে পারে কোম্পানি। ভালো সেলফির জন্য দেওয়া হতে পারে ৮ মেগার ক্যামেরা। ফোনে ৫০০০ এমএএইচের ব্যাটারি দিতে পারে শাওমি। যাতে থাকতে পারে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।