Redmi 10 Update: ৫০০০-এর ব্যাটারি, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা-শীঘ্রই আসছে Redmi 10
কোম্পানির টিজার অনুযায়ী, চারটে ক্যামেরা সেট আপ নিয়ে আসছে রেডমির নতুন এই ফোন। যার প্রাইমারি ক্যামেরা সেটআপে থাকছে ৫০ মেগাপিক্সেলের সেন্সর।ফোনে দেওয়া হয়েছে MediaTek Helio G88 প্রসেসর।
নয়াদিল্লি: থামছে না শাওমি। একই সেগমেন্টে একাধিক ফোন আনছে কোম্পানি। এবার শীঘ্রই বাজারে আসতে চলেছে তাদের নতুন ফোন Redmi 10। সম্প্রতি নতুন ফোনের টিজার প্রকাশ্যে এনেছে চিনা কোম্পানি।
কোম্পানির টিজার অনুযায়ী, চারটে ক্যামেরা সেট আপ নিয়ে আসছে রেডমির নতুন এই ফোন। যার প্রাইমারি ক্যামেরা সেটআপে থাকছে ৫০ মেগাপিক্সেলের সেন্সর।ফোনে দেওয়া হয়েছে MediaTek Helio G88 প্রসেসর। এবারও হোল পাঞ্চ ডিসপ্লে রাখা হয়েছে ফোনে। নতুন মডেলে শক্তি জোগাবে ৫০০০এমএএইচের ব্যাটারি। তবে এতকিছুর পরও ফোনের লঞ্চ ডেট প্রকাশ্যে আনেনি কোম্পানি।
সম্প্রতি ফোনের বিষয়ে ট্যুইটারে আংশিক টিজার দেখিয়েছে কোম্পানি। যেখানে তিনটি রঙে ফোনের মডেল দেখা গিয়েছে। যাতে সবকটি ফোনেই রয়েছে চকচকে ফিনিস। ফোনের পিছনে বাঁ দিকে আয়তাকার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে নতুন মডেলে। ট্যুইটার পোস্টে সবার শেষে লেখা রয়েছে ''কামিং সুন''। এর আগেও ফোনের বিষয়ে ব্লগ পোস্ট তথ্য শেয়ার করেছিল শাওমি। যেখানে বলা হয়েছে, ৪ জিবি ৬৪ জিবি , ৪জিবি ১২৮ জিবি ও ৬জিবি ১২৮ জিবি অপশনে Redmi 10 নিয়ে আসছে চিনা কোম্পানি।
Redmi 10-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডুয়েল সিম ন্যানো স্লটের পাশাপাশি অ্যান্ড্রয়েড ইলেভেনে চলবে এই ফোন। ৬.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের পাশাপাসি হোল পাঞ্চ থাকবে ফোনে। নতুন ডিভাইসে দেওয়া হবে ৯০ হার্টজের রিফ্রেস রেট।octa-core MediaTek Helio G88 চিপসেট থাকছে ফোনে। ডিভাইসে সর্বোচ্চ ৬৫জিবি ১২৮জিবির স্টোরেজ অপশন দেওয়া হয়েছে।
টিজার অনুযায়ী, চারটে ক্যামেরা সেট আপ নিয়ে আসছে রেডমির নতুন এই ফোন। যার প্রাইমারি ক্যামেরা সেটআপে থাকছে ৫০ মেগাপিক্সেলের সেন্সর। সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর ছাড়াও ২ মেগার ডেপথ ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য ফোনে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা শ্যুটার। এছাড়াও দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার জন্য থাকতে পারে ৫০০০ এমএএইচের ব্যাটারি।সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং।