Redmi Smartphone: ভারতে রেডমি ১১ প্রাইম ৫জি (Redmi 11 Prime 5G) এবং রেডমি ১১ প্রাইম ৪জি (Redmi 11 Prime 4G)- এই দুই ফোন লঞ্চ হয়েছে। বলা হচ্ছে, চলতি বছর ভারতে লঞ্চ হওয়া পোকো এম৪ ৫জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হয়েছে রেডমি ১১ প্রাইম ৫জি ফোন। দেখে নেওয়া যাক এই দুই ফোনের দাম এবং বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন।
ভারতে রেডমি ১১ প্রাইম ৫জি এবং রেডমি ১১ প্রাইম ৪জি ফোনের দাম এবং উপলব্ধতা
রেডমি ১১ প্রাইম ৫জি ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। এই ফোনেরই ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৫,৯৯৯ টাকা। Meadow Green, Chrome Silver, Thunder Black- এই তিনটি রঙে রেডমি ১১ প্রাইম ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে।
রেডমি ১১ প্রাইম ৪জি ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। এছাড়াও ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। Playful Green, Flashy Black, Peppy Purple- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমি ১১ প্রাইম ৪জি ফোন।
রেডমি ১১ প্রাইম ৫জি ফোনের স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১২ এবং MIUI 13 সাপোর্ট।
- এই ফোনে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ডিসপ্লের উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩ প্যানেল।
- রেডমির এই ৫জি ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি র্যাম।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেনসর। আর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- এই ফোনের ১২৮ জিবি স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- রেডমি ১১ প্রাইম ৫জি ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ফিঙ্গারপ্রিন্ট সেনসরের সঙ্গে এই ফোনে রয়েছে ফেস আনলক ফিচারও।
- একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে রেডমির এই ৫জি ফোনে।
- কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.১, টাইপ-সি ইউএসবি পোর্ট, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, জিপিএস/এ-জিপিএস সাপোর্ট রয়েছে রেডমি ১১ প্রাইম ৫জি ফোনে।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে রেডমি এ১, দাম কত? কী কী স্পেসিফিকেশন রয়েছে