Redmi Smartphone: ভারতে লঞ্চ হয়েছে রেডমি নোট ১২ ৪জি (Redmi Note 12 4G)। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। শাওমি এই ফোনের দাম ১০০০ টাকা ছাড় দিচ্ছে। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোন কিনলে এই ছাড় পাওয়া যাবে এবং ফোনের দাম হবে ১৩,৯৯৯ টাকা। এছাড়াও শাওমি সংস্থা এই ফোনের দামে loyalty discount হিসেবে ১৫০০ টাকা ছাড় দিচ্ছে। রেডমি নোট ১২ ৪জি ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। এই ভ্যারিয়েন্টেও প্রযোজ্য হবে একই ছাড়। লুনার ব্ল্যাক, ফ্রস্টেড আইস ব্লু এবং সানরাইজ গোল্ড- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমি নোট ১২ ৪জি ফোন। ৬ এপ্রিল থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে অ্যামাজন এবং অফিশিয়াল mi.com ওয়েবসাইট ও বিভিন্ন রিটেল স্টোর থেকে। এছাড়াও লঞ্চ হয়েছে রেডমি ১২সি (Redmi 12C) বাজেট ফোন। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। আর ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা।


রেডমি নোট ১২ ৪জি ফোনের স্পেসিফিকেশন ও ফিচার



  • এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

  • এছাড়াও রয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর।

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। 

  • রেডমি নোট ১২ ৪জি ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • এই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 


রেডমি ১২সি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।

  • রেডমি ১২সি ফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। রেয়ার ক্যামেরা মডিউলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।

  • ফোনের ডিসপ্লেতে রয়েছে এইচডি প্লাস রেজোলিউশন ও এলসিডি প্যানেল। তার উপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।


OnePlus Nord CE 3 Lite: ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট (OnePlus Nord CE 3 Lite) ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ৪ এপ্রিল এই ফোন লঞ্চ হতে চলেছে দেশে। 


আরও পড়ুন- ১০৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা, ৫০০০ এমএএইচের ব্যাটারি নিয়ে ভারতে আসছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোন