Redmi 12C: রেডমি ১২সি, শাওমির (Xiaomi) সাব-ব্র্যান্ড রেডমি'র (Redmi) একটি বাজেট স্মার্টফোন। গত বছর অর্থাৎ ২০২২ সালে চিনে লঞ্চ হয়েছিল এই ফোন। এবার রেডমি ১২সি (Redmi 12C) ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্ট লঞ্চের পালা। গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও লঞ্চ হবে রেডমি ১২সি ফোন। যদিও এখনও নিশ্চিত ভাবে কোনও দিনক্ষণ জানা যায়নি। তবে সূত্রের খবর, এবছর ফেব্রুয়ারি মাসেই ভারতে এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে রেডমি ১২সি ফোন। চিনে লঞ্চ হওয়ার পর থেকে ইতিমধ্যেই রেডমি ১২সি ফোনের নাম একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে। তাই অনুমান করা হচ্ছে MWC 2023- এর আগে ফেব্রুয়ারি মাসেই এই ফোন লঞ্চ হবে ভারতে এবং গ্লোবাল মার্কেটে। শোনা যাচ্ছে, ২৬ ফেব্রুয়ারি এই ফোন লঞ্চ হতে পারে। তবে নিশ্চিত ভাবে কোনও তথ্যই এখনও প্রকাশ্যে আসেনি।


রেডমি ১২সি ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্ট


শোনা যাচ্ছে, এই ফোন লঞ্চ হতে পারে তিনটি রঙে। চিনে অবশ্য চারটি রঙে লঞ্চ হয়েছিল রেডমি ১২সি ফোন। তবে গ্লোবাল মার্কেট এবং ভারতে এই ফোন লঞ্চ হতে পারে গ্রাফাইট গ্রে, মিন্ট গ্রিন এবং ওশান ব্লু- এই তিনটি রঙের শেডে। এছাড়াও শোনা যাচ্ছে, রেডমি ১২সি ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্ট দুটো কনফিগারেশনে লঞ্চ হতে পারে। তার মধ্যে একটি হল ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। অন্যটি হল ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এছাড়াও এই ফোনে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১২-র সাপোর্ট। MIUI 13- এর সাহায্যে পরিচালিত হতে পারে ফোন। রেডমি ১২সি ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে।


চিনে লঞ্চ হওয়া রেডমি ১২সি ফোনের স্পেসিফিকেশন ও ফিচার


এই ফোনে রয়েছে একটি ৬.৭১ ইঞ্চির IPS ডিসপ্লে। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি সেনসর। এছাড়াও রয়েছে ডুয়াল সিম এবং মাইক্রো এসডি কার্ডের স্লট। আর রয়েছে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, ব্লুটুথ ৫.১ সাপোর্ট এবং এনএফসি। 


এর আগে শোনা গিয়েছিল রেডমি ১২সি ফোন ভারতের বাজারে লঞ্চ হতে পারে পোকো সি৫৫ নাম নিয়ে। 


আরও পড়ুন- কর্মীদের 'লো পারফরম্যান্স রেটিং', ফের মেটায় ছাঁটাইয়ের আশঙ্কা