Redmi 12C: আরও বেশি র‍্যাম (RAM) এবং স্টোরেজ (Storage) নিয়ে ভারতে নতুন করে লঞ্চ হতে চলেছে রেডমি ১২সি (Redmi 12C) ফোন। ভারতে চলতি বছর মার্চ মাসে লঞ্চ হয়েছিল এই ফোন। ভারতে রেডমি ১২সি ফোন লঞ্চ হয়েছিল ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে। এই দুই ফোনের দাম যথাক্রমে ৮৯৯৯ টাকা এবং ১০,৯৯৯ টাকা। সম্প্রতি ট্যুইটে রেডমি সংস্থা জানিয়েছে, রেডমি ১২সি ফোনের নতুন মডেল আসতে চলেছে। সেখানে থাকবে আরও বেশি স্টোরেজ। আগের থেকে বাড়বে ফোনের গতি। অর্থাৎ ফোনের ইনবিল্ট র‍্যামের পরিমাণ বৃদ্ধি পাবে। এর পাশাপাশি ভার্চুয়াল ভাবেও র‍্যামের পরিমাণ বাড়ানো যাবে। 


রেডমি ১২সি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। ম্যাট ব্ল্যাক, মিন্ট গ্রিন, রয়্যাল ব্লু, ল্যাভেন্ডার পার্পল- এই চারটি রঙে পাওয়া যাবে রেডমি ১২সি ফোন। ফ্লিপকার্ট, অ্যামাজন, Mi.com, Mi Home stores এবং অন্যান্য রিটেল দোকান থেকে কেনা যাবে এই ফোন। বলা হচ্ছে রেডমি ১২সি ফোনের স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। অন্যদিকে ভার্চুয়াল ভাবে র‍্যাম বাড়ানো যাবে ৫ জিবি পর্যন্ত। 


রেডমি ১২সি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।

  • রেডমি ১২সি ফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। রেয়ার ক্যামেরা মডিউলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।

  • ফোনের ডিসপ্লেতে রয়েছে এইচডি প্লাস রেজোলিউশন ও এলসিডি প্যানেল। তার উপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।


Oppo Reno 10 Series: ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো রেনো ১০ সিরিজ (Oppo Reno 10 Series)। শোনা যাচ্ছে, জুলাই মাসের মাঝামাঝি সময়ে ওপ্পো রেনো ১০ সিরিজ লঞ্চ হতে পারে। যদিও নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। এবছর মে মাসে চিনে লঞ্চ হয়েছিল। এবার আসছে ভারতে। ওপ্পো রেনো ১০ সিরিজে লঞ্চ হতে পারে ওপ্পো রেনো ১০, ওপ্পো রেনো ১০ প্রো এবং ওপ্পো রেনো ১০ প্রো প্লাস। বলা হচ্ছে, এই ফোনগুলির চিনের ভ্যারিয়েন্টে যে ধরনের প্রসেসর দেখা গিয়েছে তার থেকে আলাদা প্রসেসর থাকতে চলেছে ভারতীয় ভ্যারিয়েন্টে। ডিজাইনের দিক থেকে দুই ফোন একই রকমের হলেও, ফারাক থাকতে পারে ক্যামেরা মডিউলে। 


আরও পড়ুন- চেক লেখার সময় এই কাজটি করলে মুহূর্তে ফাঁকা হতে পারে অ্যাকাউন্ট!