Redmi Phones: রেডমি ১৫ ৫জি ফোন (Redmi 15 5G) লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে ৭০০০ এমএএইচের সিলিকন কার্বন ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট। এই ফোনের সাহায্যে অন্যান্য ডিভাইসেও চার্জ দেওয়া যাবে। রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে। রেডমি ১৫ ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ চিপসেট। এই ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাবেন ইউজাররা। একাধিক AI ফিচার রয়েছে রেডমি ১৫ ৫জি ফোনে। তার মধ্যে গুগলের জেমিনি এবং সার্কেল টু সার্চ - এই দুই ফিচারও রয়েছে।
রেডমি ১৫ ৫জি ফোনের দাম ভারতে কত
এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৬,৯৯৯ টাকা। অ্যামাজন এবং শাওমি ইন্ডিয়া ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। পাওয়া যাবে বিভিন্ন রিটেল স্টোর থেকেও। আগামী ২৮ অগস্ট থেকে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে। Frosted White, Midnight Black, Sandy Purple- এই তিন রঙে রেডমি ১৫ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে।
রেডমি ১৫ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। অ্যান্ড্রয়েড ১৫ আউট অফ দ্য বক্সের সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে।
- এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর রয়েছে। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে।
- ২ বছরের অপারেটিং সিস্টেমের আপগ্রেড এবং ৪ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে রেডমি ১৫ ৫জি ফোনে। এছাড়াও এই ফোনে রয়েছে গুগলের জেমিনি এবং সার্কেল টু সার্চ ফিচারের সাপোর্ট।
- ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
- রেডমি ১৫ ৫জি ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ১৮ ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না এই ফোন।