Redmi A2 Series: মে মাসে একগুচ্ছ নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে ভারতে। সম্প্রতি শোনা গিয়েছে, রেডমি এ২ (Redmi A2) এবং রেডমি এ২ প্লাস (Redmi A2 Plus) - এই দুই ফোন দেশে লঞ্চ হতে চলেছে। রেডমি এ২ সিরিজের এই দুই ফোন আগামী ১৯ মে ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। রেডমি এ২ এবং রেডমি এ২ প্লাস ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে অক্টা-কোর প্রসেসর। গ্লোবাল মার্কেটে ইতিমধ্যেই এই দুই ফোন লঞ্চ হয়েছে। এবার আসছে ভারতে। রেডমি ইন্ডিয়ার অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে ভারতে রেডমি এ২ সিরিজ লঞ্চের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।
রেডমি এ২ এবং রেডমি এ২ প্লাস ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন ও ফিচার
- এই দুই ফোনে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশনের এলসিডি ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর। আর রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে।
- চলতি বছর মার্চ মাসে ইউরোপে লঞ্চ হয়েছে রেডমি এ২ সিরিজের এই দুই ফোন। অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন)-এর সাহায্যে পরিচালিত হয় এই দুই ফোন। ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ রয়েছে রেডমি এ২ এবং রেডমি এ২ প্লাস ফোনে।
- এই দুই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসরের সঙ্গে রয়েছে একটি QVGA ক্যামেরা। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। রেডমি এ২ সিরিজের ফোনে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
Realme Narzo N53: রিয়েলমি সংস্থা তাদের 'স্লিমেস্ট' ফোন (Slimmest Realme Phone) রিয়েলমি নারজো এন৫৩ (Realme Narzo N53) লঞ্চ করতে চলেছে ভারতে। আগামী ১৮ মে এও ফোন ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। রিয়েলমি নারজো এন সিরিজের দ্বিতীয় ফোন হিসেবে এই মডেল ভারতের বাজারে আসছে। এর আগে রিয়েলমি নারজো এন৫৫ লঞ্চ হয়েছিল। চলতি বছরের শুরুর দিকেই এই ফোন লঞ্চ হয়েছিল ভারতে। শোনা যাচ্ছে, এই ফোনের দাম ১৩ হাজার টাকার আশপাশে হতে পারে। যদিও এই ফোনের সঠিক দাম এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি রিয়েলমি কর্তৃপক্ষ। রিয়েলমির স্লিমেস্ট ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ৩৩ ওয়াটের SUPERVOOC ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। রিয়েলমি কর্তৃপক্ষের দাবি, এই ফোনে ৫০ শতাংশ চার্জ হবে ৩৪ মিনিটে।
আরও পড়ুন- গরমের মরসুমে ট্যান পড়ে ঠোঁটেও, এই সমস্যা এড়িয়ে চলবেন কীভাবে? রইল কিছু সহজ টিপস