Dividend News:  অটোমোবাইল সংস্থা হিরো মোটোকর্প (Hero MotoCorp) অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংস্থার মুনাফা বেড়েছে আকাশছোঁয়া। শুক্রবার সংস্থার তৃতীয় ত্রৈমাসিকের ফল প্রকাশ হতেই মুনাফার অঙ্কে বিরাট লাফ লক্ষ করা গিয়েছে আর সেই মুনাফার লভ্যাংশ এবার বিনিয়োগকারীদের দিতে চলেছে হিরো মোটোকর্প। শেয়ার পিছু ১০০ টাকা ডিভিডেন্ড দেবে এই সংস্থা।


মুনাফা বেড়েছে হিরো মোটোকর্পের


২০২৩-২৪ অর্থবর্ষের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের ত্রৈমাসিকে কর বাদ দিয়ে হিরো মোটোকর্পের মুনাফার পরিমাণ বেড়েছে প্রায় ৫১ শতাংশ। তৃতীয় ত্রৈমাসিকে সংস্থার (Hero MotoCorp) মুনাফা হয়েছে ১০৭৩.৪০ কোটি টাকা। এছাড়াও সংস্থার অপারেশনস থেকে আয় বেড়েছে ২১ শতাংশ। বর্তমানে হিরো মোটোকর্পের অপারেশনস থেকে আয়ের পরিমাণ ৯৭২৪ কোটি টাকা। গত বছরের তুলনায় সংস্থার আয় ৩ শতাংশ বেড়েছে, একইসঙ্গে সংস্থার লাভ বেড়েছে ১.৮ শতাংশ।


ডিভিডেন্ড ঘোষণা


২০২৩-২৪ অর্থবর্ষের জন্য অটোমোবাইল কোম্পানিটি অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড হিসেবে প্রথমে শেয়ার পিছু ৭৫ টাকা করে ঘোষণা করেছিল। পরে সংস্থার চেয়ারম্যান হিরো মোটোকর্পের জন্মবার্ষিকী উপলক্ষে অতিরিক্ত আরও ২৫ টাকা প্রতি শেয়ারে (Hero MotoCorp) ডিভিডেন্ড ঘোষণা করেছেন। ফলে সব মিলিয়ে শেয়ার পিছু ১০০ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে হিরো মোটোকর্প। শুক্রবারের বাজারে এই সংস্থার শেয়ার বন্ধ হয়েছিল ৪৯০৫ টাকায়, ২ শতাংশ বেড়েছিল এই সংস্থার শেয়ার। ত্রৈমাসিকের ফলে মুনাফার বিপুল বৃদ্ধির কারণেই বিনিয়োগকারীরা উৎসাহ পেতে পারেন এই শেয়ারে।


রেকর্ড ডেট


এই ডিভিডেন্ড ঘোষণার রেকর্ড ডেট হিসেবে সংস্থার পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারি দিনটিকে ধার্য করা হয়েছে। একইসঙ্গে আগামী ৯ মার্চের মধ্যে বিনিয়োগকারীরা এই ডিভিডেন্ড পেয়ে যাবেন বলে জানিয়েছে সংস্থা।


২০২৩-২৪ সালের তৃতিয় ত্রৈমাসিকে সংস্থার (Hero MotoCorp) EBTIDA প্রায় ৪৮ শতাংশ বেড়ে হয়েছে ১৩৬৩ কোটি টাকা। একইসঙ্গে সংস্থার মার্জিন বেড়েছে ২৫১ বেসিস পয়েন্টে। এখন হিরো মোটোকর্পের মার্জিন ১৪.০১ শতাংশ।  


হিরো মোটোকর্পের নতুন মডেল


২০২৪ সালটা যেন হিরো মোটোকর্পের কাছে 'গোল্ডেন ইয়ার'। প্রথমে হিরো মাভেরিক ৪৪০ বাজারে আনার পর এবার হিরো আনতে চলেছে আরো একটি অভিনব মডেল হিরো এক্সট্রিম ১২৫আর। মাত্র ১ লাখের মধ্যেই এই বাইক কিনে ফেলতে পারেন যে কেউ। ২৩ জানুয়ারি হিরো মোটোকর্পের ৪০তম জন্মবার্ষিকী উপলক্ষে একইসঙ্গে হিরো মাভেরিক এবং হিরো এক্সট্রিমের মডেল বাজারে নিয়ে আসে তারা। ১২৫ সিসির বাইক যাদের পছন্দ তাদের জন্য এই গাড়ি একেবারে সোনায় সোহাগা বলা চলে।


আরও পড়ুন: Tata Power: মুনাফা বেড়েছে টাটা পাওয়ারের, ৩০ লক্ষ কোটি ছাড়াল টাটা গ্রুপের মূলধন