Earbuds: ভারতে লঞ্চ হয়েছে রেডমি বাডস ৫ (Redmi Buds 5)। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস। এখানে রয়েছে অ্যাপেলের এয়ারপডের (Apple Airpods) মতো সেমি ইন-ইয়ার (Semi in ear design) ডিজাইন। এছাড়াও এই ইয়ারবাডসে (Earbuds) রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC Features) ফিচারের সাপোর্ট। ৪৬ ডেসিবেল পর্যন্ত আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমাতে পারবে এই ফিচার। রেডমি বাডস ৫ ইয়ারবাডসে রয়েছে ১২.৪ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স। এছাড়াও একবার এই ইয়ারবাডসে চার্জ দিলে প্রায় ৩৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারিতে চার্জ বজায় থাকবে। এই অডিও ডিভাইসে ডুয়াল পেয়ারিংয়ের সুবিধা রয়েছে। অর্থাৎ একসঙ্গে দুটো ডিভাইসের সঙ্গে পেয়ারিং করা যাবে। আর রয়েছে টাচ কন্ট্রোল। স্মার্টফোনের সঙ্গে ইয়ারফোন যুক্ত থাকলে, ইউজার ফোন ব্যবহার করে ইয়ারফোন কোথায় রয়েছে তা জানতে পারবেন। অর্থাৎ ফোনের সাহায্যে ইয়ারফোনের লোকেশন জানা যাবে বা তা লোকেট করা যাবে। 


ভারতে রেডমি বাডস ৫ ইয়ারবাডসের দাম কত, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে কিনতে পারবেন, জেনে নিন


ভারতে রেডমি বাডস ৫- এর দাম ২৯৯৯ টাকা। ফিউশন ব্ল্যাক, ফিউশন পার্পল, ফিউশন হোয়াইট- এই তিন রঙে কেনা যাবে রেডমি বাডস ৫। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিক্রি। এই ইয়ারবাডস কেনা যাবে Mi.com, Mi Homes, অ্যামাজন, ফ্লিপকার্ট এবং শাওমির বিভিন্ন রিটেল পার্টনারদের থেকে। শুরুর দিকে এই ইয়ারবাডসের দামে ৫০০ টাকা ছাড় থাকবে। তার ফলে ২৪৯৯ টাকায় কেনা যাবে রেডমি বাডস ৫। তবে সবাই এই অফার পাবেন না। যেসব ক্রেতা রেডমি নোট ১৩ সিরিজের ফোন, শাওমি প্যাড অথবা রেডমি প্যাড- এগুলির মধ্যে থেকে কিছু কিনবেন তাঁরা উল্লিখিত ছাড় পাবেন। 


রেডমি বাডস ৫ ইয়ারবাডসে কী কী ফিচার রয়েছে দেখে নেওয়া যাক



  • এই ইয়ারবাডসে রয়েছে হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট যার সাহায্যে ব্যাকগ্রাউন্ড নয়েজ প্রায় ৯৯.৫ শতাংশ ব্লক করা সম্ভব। এছাড়াও রয়েছে ডিমের আকৃতির চার্জিং কেস এবং ইয়ারবাডসের মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত ডুয়াল মাইক্রোফোন। 

  • তিনটি ট্রান্সপারেন্সি মোড রয়েছে এই ইয়ারবাডসে। এর মাধ্যমে বিভিন্ন ধরনের অডিও এফেক্ট পাবেন ইউজাররা। ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি রয়েছে এই ইয়ারবাডসে। এছাড়াও রয়েছে গুগল ফাস্ট পেয়ারের সুবিধা। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। এই ইয়ারফোনে শাওমি ইয়ারবাডস অ্যাপের সুবিধাও পাওয়া যাবে। 

  • রেডমি বাডস ৫- এর ফাস্ট চার্জিং সাপোর্টের সাহায্যে মাত্র ৫ মিনিট চার্জ দিলে এই ইয়ারবাডসে প্রায় ২ ঘণ্টার প্লেটাইম পাওয়া সম্ভব। এছাড়াও রয়েছে কুইক চার্জের সাপোর্ট যার সাহায্যে মাত্র ১০ মিনিটের চার্জে প্রায় ৪ ঘণ্টার প্লেব্যাক টাইম পাওয়া যাবে। একবার পুরো চার্জ দিলে চার্জিং কেস সমেত এই ইয়ারবাডস প্রায় ৩৮ ঘণ্টা চালু থাকবে বলে দাবি করেছে রেডমি সংস্থা। রেডমি বাডস ৫- এর চার্জিং কেসে ৪৮০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আর ইয়ারবাডসে রয়েছে ৫৪ এমএএইচ ব্যাটারি। 


আরও পড়ুন- অ্যামাজনের মেগা ইলেকট্রনিক্স ডে সেল, কোন গ্যাজেট পাবেন কত কম দামে? তালিকায় রয়েছে অনেক কিছুই