নয়া দিল্লি : বিশ্ববাজারে দেখা গিয়েছিল আগেই। এবার ভারতের মার্কেটে এল Redmi Note 10S ও Redmi Watch। মিডিয়াটেকের হিলিও জি-৯৫ প্রসেসর থাকছে ফোনে। ১.৪ ইঞ্চির স্মার্ট ওয়াচে থাকছে আরও নতুন প্রযুক্তি। মাত্র ৩৫ গ্রামের ওজনে ঘড়ি পাবেন ক্রেতা।


আগেই নোট ১০ সিরিজের দুটো মডেল এনেছিল কোম্পানি। নোট ১০ প্রো ও নোট ১০-এর পাশাপাশি এবার কোম্পানির সংগ্রহে শোভা পাবে রেডমি নোট ১০ এস। চারটে ক্যামেরা থাকায় ভিভো বা ওপ্পোর ক্যামেরা কেন্দ্রিক ফোনগুলিকে প্রতিযোগিতার মুখ ফেলবে এই ফোন। কী থাকছে নতুন এই মডেলে ?


Redmi Note 10S-এর দাম 


ফোনের ৬জিবি, ৬৪ জিবি মডেলের দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। পাশাপাশি ৬ জিবি, ১২৮ জিবির স্টোরেজ মডেল পাওয়া যাচ্ছে ১৫৯৯৯ টাকায়। তিন রঙে পাওয়া যাচ্ছে এই ফোন। ডিপ ব্লু সি, ফ্রস্ট হোয়াইটের পাশাপাশি শ্যাডো ব্ল্যাক রঙে পাওয়া যাবে এই ফোন।


স্মার্ট ওয়াচের ক্ষেত্রে কিছু মডিফিকেশন করেছে চিনা সংস্থা। ব্ল্যাক , ব্লু আইভরি রঙে পাওয়া যাবে রেডমি ওয়াচ। দাম রাখা হয়েছে ৩৯৯৯ টাকা। ঘড়ির কেসের রঙে তিন অপশন থাকলেও ঘড়ির স্ট্র্যাপের ক্ষেত্রে রয়েছে চার রঙের সুবিধা। ব্লু, ব্ল্যাক আইভরি, অলিভ এইসব রঙে পাওয়া যাবে ঘড়ির স্ট্র্যাপ।


আগামী ১৮ মে থেকে অনলাইনে পাওয়া যাবে Redmi Note 10S। অ্যামাজনে পাওয়া যাবে রেডমির এই নতুন ফোন। তবে রেডমি স্মার্ট ওয়াচ পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ২৫ মে থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে রেডমির ঘড়ি। পাশাপাশি মি স্টোরেও থাকছে ঘড়ি কেনার অপশন।


Redmi Note 10S-এর স্পেসিফিকেশন


মিডিয়াটেকের হিলিও জি-৯৫ থাকছে ফোনে। রেডমি নোট ১০এস-এ দেওয়া হয়েছে মিইউআই ১২.৫। ডিপ ব্লু সি, ফ্রস্ট হোয়াইটের পাশাপাশি শ্যাডো ব্ল্যাক রঙে পাওয়া যাবে নতুন মডেল। সুপার ডিসপ্লের পাশাপাশি হাই অডিও সেট আপ থাকবে নতুন এই মডেলে।৬.৪ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড প্যানেল থাকবে ওই ফোনে। রয়েছে ১১০০ নিটসের ফুল ব্রাইটনেস।


ফোনের সুরক্ষায় দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস থ্রি-এর প্রোটেকশন। দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ফোন এনেছে কোম্পানি। যার মধ্যে ৬জিবি ৬৪ জিবির পাশাপাশি ৬ জিবি ১২৮ জিবির স্টোরেজ মডেল রয়েছে। মিডিয়াটেকের হিলিও জি-৯৫ দেওয়া হয়েছে রেডমির নতুন মডেলে। থাকছে ৫০০০ এমএএইচ-এর ব্যাটারি। সঙ্গে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং। সব মিলিয়ে ফোনের ওজন ১৭৮ গ্রাম।


ক্যামেরা সেট-আপ কী থাকছে ?


নতুন মডেলে থাকবে ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর। পাশাপাশি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে ফোনে। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সলের ম্যাক্রো শুটার ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। ভাল সেলফির জন্য ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে কোম্পানি।


রেডমি ওয়াচ


১.৪ ইঞ্চির টিএফটি স্ক্রিন দেওয়া হয়েছে ঘড়িতে। রয়েছে ৩৫০ নিটসের পিক ব্রাইটনেস। ২.৫ ডি কার্বড গ্লাসের ডানদিকে সিঙ্গল বটন দেওয়া হয়েছে। রেডমির দাবি, একবার চার্জ দিলে ১০দিন চার্জ থাকবে ঘড়ির। তবে ঘরি পুরো চার্জ করতে সময় লাগবে ২ ঘণ্টা।